ডেস্ক রিপোর্ট: রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করেছেন সাততলা বস্তিবাসী। এতে মহাখালী থেকে তেজগাঁও, মতিঝিল, গাজীপুরগামী যানবাহন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আজ সোমবার সকাল ১০টার দিকে মহাখালী কাঁচাবাজার এলাকায় 'পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ চলবে না' এমন একটি ব্যানার হাতে নিয়ে সড়কে নামেন শতাধিক বস্তিবাসী। কালবেলা
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা সড়কে বসে পড়েন। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ বারবার তাদের যেতে বললেও তারা সড়ক থেকে সরেননি। এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন,বস্তিবাসীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সম্পাদনা: খালিদ আহমেদ