শিরোনাম
◈ নেতাকর্মীদের জন্য জামায়াত আমিরের জরুরি বার্তা ◈ ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, ৪ বছরে উন্নয়নে বরাদ্দ সর্বনিম্ন ◈ গাজীপুরে হত্যা মামলার আসামিদের তালাবদ্ধ বাড়িতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই তিন বসতঘর ◈ আওয়ামী লীগের পক্ষে ফেসবুক-ইউটিউবে কথা বললেই গ্রেপ্তার! ◈ কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন? ◈ জনঅভিযোগে সাড়া দিচ্ছে সরকার: দুর্নীতি ও অনিয়ম নিয়ে ৯০৯টি ই-মেইল, শুরু হয়েছে পর্যালোচনা ও ব্যবস্থা গ্রহণ ◈ শেখ হাসিনার রাজনৈতিক ভুলে সব শেষ, খেসারত দিচ্ছেন সাধারণ কর্মীরা ◈ “নারীকে অপমান ইসলামবিরোধী কাজ”—নারী কমিশন নিয়ে সমালোচনার জবাবে ফরহাদ মজহার ◈ ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত ◈ পাকিস্তানে আত্মঘাতী হামলা, ২ পুলিশ নিহত

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:২৮ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামপুরায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোস্তাফিজুর রহমান: রাজধানীর পূর্ব রামপুরায় ভাড়া বাসা থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সৈয়দ আরিফ আহমেদ (২১) নামে ওই শিক্ষার্থী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফাইনাল ইয়ারের শিক্ষার্থী।

খবর পেয়ে শনিবার বিকাল সাড়ে চারটায় রামপুরা থানার উপ-পরিদর্শক এসআই মমিনুর রহমান পূর্ব রামপুরা হাইস্কুল গলি পুরাতন পুলিশ ফাঁড়ির পাশে সাজের মায়া নামক পাঁচ তলা ভবনের চার তলা ভাড়া বাসার থেকে ফ্যানের হুকের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আরিফকে উদ্ধার করেন। রাত পৌনে আটটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, গত দুদিন আগে তার মা রেবেকা বেগম ও বোন সৈয়দা ফেরদৌসী ফরিদপুরে আত্মীয়র বাসায় গিয়েছিলেন। বাসায় সৈয়দ আরিফ একা বাসায় ছিলেন।

পরিবারের বরাত দিয়ে এসআই আরও বলেন, আরিফের মা ও বড় বোন অসুস্থ। আরিফও কিছুটা মানসিক ভারসাম্যহীন ও হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই মমিনুর। সৈয়দ আরিফ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাজাইল গ্রামের মৃত আখতার আহমেদের ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়