শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:২৮ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামপুরায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোস্তাফিজুর রহমান: রাজধানীর পূর্ব রামপুরায় ভাড়া বাসা থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সৈয়দ আরিফ আহমেদ (২১) নামে ওই শিক্ষার্থী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফাইনাল ইয়ারের শিক্ষার্থী।

খবর পেয়ে শনিবার বিকাল সাড়ে চারটায় রামপুরা থানার উপ-পরিদর্শক এসআই মমিনুর রহমান পূর্ব রামপুরা হাইস্কুল গলি পুরাতন পুলিশ ফাঁড়ির পাশে সাজের মায়া নামক পাঁচ তলা ভবনের চার তলা ভাড়া বাসার থেকে ফ্যানের হুকের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আরিফকে উদ্ধার করেন। রাত পৌনে আটটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, গত দুদিন আগে তার মা রেবেকা বেগম ও বোন সৈয়দা ফেরদৌসী ফরিদপুরে আত্মীয়র বাসায় গিয়েছিলেন। বাসায় সৈয়দ আরিফ একা বাসায় ছিলেন।

পরিবারের বরাত দিয়ে এসআই আরও বলেন, আরিফের মা ও বড় বোন অসুস্থ। আরিফও কিছুটা মানসিক ভারসাম্যহীন ও হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই মমিনুর। সৈয়দ আরিফ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাজাইল গ্রামের মৃত আখতার আহমেদের ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়