শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪২ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এডিসের লার্ভা পাওয়ায় ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা

ডিএনসিসির মসক নিধন অভিযান

সুজিৎ নন্দী: এডিস মশার প্রকোপ নির্মূলে একযোগে ১০টি অঞ্চলে অভিযান চালিয়ে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বিভিন্ন ভবন স্থাপনা পরিদর্শন করে এডিস মশার লার্ভা পাওয়ায় এই জরিমানা করা হয়।

এছাড়া একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।  

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ডিএনসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেটরা এসব অভিযান পরিচালনা করেন।

ডিএনসিসির অঞ্চল-০৪ এর আওতাধীন ১৩ নং ওয়ার্ডে ডেঙ্গু বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পশ্চিম মনিপুর এলাকায় নির্মানাধীন ভবনের লিফটের হোলে এডিসের লার্ভা থাকায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অঞ্চল-৩ এর আওতাধীন এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩টি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় তিনটি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  

এছাড়া অঞ্চল-১ এর আওতাধীন ১নং ওয়ার্ডের উত্তরা সেক্টর নং ৭, ৯ ও ১০ এবং ওয়ার্ড ১৭ এর নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, কুড়াতলী ও জোয়ার সাহারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বাসা বাড়ি ও নির্মাণাধীন ভবনে, ফাঁকা প্লট, ড্রেন ঝোপঝাঁড়ে কিউলেক্স মশক বিরোধী অভিযান ও সমন্বিততভাবে এডিশ বিরোধী অভিযানে ৩টি স্থানে এডিস মশার লার্ভা পাওয়ায় ৩টি মামলায় মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল ১০ এর আওতাধীন ৩৭ নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী জিয়াউল বাসেত। এসময় এডিশ মশার লার্ভা থাকায় ৩টি বাড়িতে ৩টি মামলায় ৩৩,০০০ টাকা জরিমানা আদায় ও অপর একটি বাসায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

অঞ্চল ২ এর আওতাধীন পল্লবী এলাকায় অভিযানকালে নির্মানাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৩টি মামলায় ৩০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এই অভিযান পরিচালনা করেন।  

অঞ্চল ৬ এর আওতাধীন ৫১ নং ওয়ার্ড এর সেক্টর ১২ এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন অভিযান পরিচালনা করেন। এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ১টি  নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর সকালে রাজধানীর উত্তরায় আজমপুর এলাকায় এডিস ও ডেঙ্গু বিরোধী নাগরিক সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নিয়ে মেয়র মো. আতিকুল ইসলাম ডিএনসিসি এলাকায় ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেন।

এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বিভিন্ন এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং মাইকিং করে জনসাধারণকে সচেতন করেন।  

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকতা ব্রি. জে. মো. জোবায়দুর রহমান এবং উপ-প্রধান স্বাস্থ্য কর্মকতা লে. কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার কয়েকটি অঞ্চল পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়