শিরোনাম
◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ভুটানকে হা‌রি‌য়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ মিরপু‌রে কারাতে খেলায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৩০ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে পুলিশের উচ্ছেদ অভিযান

উচ্ছেদ অভিযান

ইমদাদুল হক,সাভার: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পুলিশ। রোববার ভোর পর্যন্ত সাভারের আমিনবাজার থেকে রেডিওকলোনী পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এই উচ্ছেদ অভিযানে সাভার মডেল থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ ও সাভার হাইওয়ে থানা পুলিশও অংশগ্রহণ করে।

পুলিশ জানায়, বর্তমান সরকার মহাসড়কে যানজট নিরসনে ঢাকা-আরিচা মহাসড়ক চার লেনে উন্নীত করেছে।

তবুও একটি অসাধু চক্র মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে রেডিওকলোনী পর্যন্ত দুই পাশ দখল করে ভাসমান দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করে আসছিলো।

যার ফলে মহাসড়কে যানজটসহ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছিলো। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের নির্দেশে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় কয়েক’শ ভাসমান দোকানপাট গুড়িয়ে দিয়ে মহাসড়কের সৌন্দর্য ফিরিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।  

ওসি আরও জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ করার ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যানজট থাকবে না বলে আশা করা হচ্ছে।

উচ্ছেদ অভিযান পরিচালনার সময় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বলা হয়, মহাসড়কের দুই পাশে কেউ দোকানপাট বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে অথবা যেখানে সেখানে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করলে গাড়িচালকদের বিরুদ্ধে মামলাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আল আমিন 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়