সালেহ্ বিপ্লব: রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টিতে একটি আবাসিক ভবনের নিচতলায় রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ডিবিসি টিভি
রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টিতে আরবেন রেস্তোরাঁয় আগুন লেগেছে। ৬টা ৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ৬টা ১৫ মিনিটে। পরে আরও ৯টি ইউনিট যোগ হয়ে এখন মোট ১০টি কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে জানান, উত্তর যাত্রাবাড়ীর ৯০/২ আরবেন রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।