মহসীন কবির: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়া গেলে ১ লাখ টাকা জরিমানা করা হবে। অতীত ইতিহাস বলছে, এ বছর ডেঙ্গু রোগে আক্রান্ত সংখ্যা কমেছে। ব্যাপক প্রচারণার কারণে মানুষ সচেতন হওয়ায় এমনটা সম্ভব হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪ নাম্বার ওয়ার্ড থেকে এডিস মশার লার্ভা নিধনের ৫ দিনের বিশেষ প্রচারণা ও অভিযান শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ডেঙ্গু মশাবিরোধী প্রচারণায় নেমে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন মেয়র।
পাশাপাশি সচেতনতা বাড়াতে মাইকিং করেন মেয়র। এ সময় আশপাশের বিভিন্ন সড়কে মশার ওষুধ ছিটানো হয়।
অভিযানকালে একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করেন ডিএনসিসির নিবাহী ম্যাজিস্ট্রেট জুলকার নয়ন।
অভিযান শেষে মেয়র আতিক বলেন, ‘আগামীকাল থেকে জোন ভিত্তিক ১০টি অঞ্চলে অভিযান চালাবেন ডিএনসিসির ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কারো বাসায় বা আঙ্গিনায় লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন রাজধানীর নিকুঞ্জ এলাকায় চলা অভিযানে যোগ দিয়েছেন ডিএনসিসি মেয়র। আমরা সরাসরি যাবো সেখানে। নিউজ২৪, ডিবিসি টিভি