শিরোনাম
◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ভুটানকে হা‌রি‌য়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ মিরপু‌রে কারাতে খেলায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটা

সড়ক অবরোধ

মাসুদ আলম : সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে চাকরি প্রত্যাশীরা।

শুক্রবার বিকেল ৪টায় ‘চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম, বাংলাদেশ’ ব্যানারে তারা বিক্ষোভ করে। এতে করে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। 

পরে বিকেল ৫টায় পুলিশ চাকরি প্রত্যাশীদের অবরোধ তুলে নিতে বললে বাকবিতন্ড শুরু হয়। এক পর্যায় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ  করে দেয়। এতে প্রায় ১০ জন আহত হন।  

পরে চাকরি প্রত্যাশীরা শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে গিয়ে বিভিন্ন স্লোগান দেন। এর আগে একই দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। 

আন্দোলন কারীদের অন্যতম সমন্বয়ক সাজিদ সেতু বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে ১০ জনকে আহত করেছে। সোনিয়া ও শাওন নামে দুজনের অবস্থা গুরুতর। 
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, সড়ক অবরোধের  করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে।

পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়