মাসুদ আলম : সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে চাকরি প্রত্যাশীরা।
শুক্রবার বিকেল ৪টায় ‘চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম, বাংলাদেশ’ ব্যানারে তারা বিক্ষোভ করে। এতে করে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
পরে বিকেল ৫টায় পুলিশ চাকরি প্রত্যাশীদের অবরোধ তুলে নিতে বললে বাকবিতন্ড শুরু হয়। এক পর্যায় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে প্রায় ১০ জন আহত হন।
পরে চাকরি প্রত্যাশীরা শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে গিয়ে বিভিন্ন স্লোগান দেন। এর আগে একই দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
আন্দোলন কারীদের অন্যতম সমন্বয়ক সাজিদ সেতু বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে ১০ জনকে আহত করেছে। সোনিয়া ও শাওন নামে দুজনের অবস্থা গুরুতর।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, সড়ক অবরোধের করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে।
পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।