সুজিৎ নন্দী: ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে বিশেষ অভিযানে বিভিন্ন স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে ৩টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ সেপ্টেম্বর) ডিএনসিসি’র পক্ষ থেকে এ অভিযান চালানো হয়। অভিযানে এডিস মশা নির্মূলে সতর্ক করে দেওয়া হয় এবং জনসাধারণকে সচেতন করা হয়।
অঞ্চল-১ এর আওতাধীন ১ নং ওয়ার্ডের উত্তরা সেক্টর ১ ও ৩ এলাকায় ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে বাসা বাড়ি ও নির্মাণাধীন ভবনে ফাঁকা প্লট, ড্রেন ঝোঁপঝাড়ে কিউলেক্স মশকবিরোধী অভিযান ও সমন্বিতভাবে এডিসবিরোধী অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় ৩টি মামলায় মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন এডিস মশা নির্মূলে জনসাধারণকে সচেতন করেন।