ডেস্ক রিপোর্ট: হোটেল-রেস্তোরাঁ বন্ধে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। জ্বালানী তেল সাশ্রয়ে দেওয়া হয়েছে এ নতুন নির্দেশনা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সব হোটেল-রেস্তোরাঁ রাত ১০টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এ এছাড়া রাত ৮টা থেকে সব দোকানপাট, শপিংমল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। আগামী ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে।
সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা উল্লেখ করে দক্ষিণ সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে তা বলা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রান্না করা হয় এমন রেস্তোরাঁ রাত ১০টায় এবং খাবার সরবরাহ করা হয় এমন রেস্তোরাঁ রাত ১১টায় বন্ধ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব ধরনের দোকান-পাট, শপিংমল, মার্কেট, বিপণী বিতান, কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা রাত ৮টায় বন্ধ হবে। সূত্র: ইত্তেফাক