শিরোনাম
◈ গাজা উদাহরণ টেনে বাংলাদেশকে ‘সবক শেখানো’র হুমকি, শুভেন্দুকে ঘিরে তীব্র সমালোচনা ◈ ওসমান হাদি হত্যার মূল ২ আসামি ভারতে পালিয়েছে, মেঘালয়ে গ্রেপ্তার ২: ডিএমপি ◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:১০ রাত
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে রাজধানীতে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুরে রাকিব হোসেন বিশাল নামে যুবদলের এক কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মোহাম্মদপুরের বাবর রোডের জহুরী মহল্লা এলাকার মিনার মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইতোমধ্যে দু’জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- ভোলার বোরহানউদ্দিন উপজেলার চর আলকি এলাকার নাছির উদ্দিন খা’র ছেলে নাঈম ও একই উপজেলার বড়পাতা এলাকার মিলনের ছেলে রাজিব।

এদিকে ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রাকিব নামের ওই যুবদল কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। তিনি মোহাম্মদপুরের আদাবর শাখা যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের জহুরী মহল্লা এলাকার মিনার মসজিদের পাশে রাকিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখন করে দুর্বত্তরা। ওই সময় দ্রুতই মোহাম্মদপুর থানা পুলিশের টহলরত অ্যাপোলো টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনাস্থল থেকে পালানোর সময় নাঈম ও রাজিবকে আটক করে। অন্যদিকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। উৎস: চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়