শিরোনাম
◈ অভিবাসন নীতিতে কঠোরতা; ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল ◈ ঋণের ফাঁদে আমরা ইতিমধ্যেই পড়েছি—এনবিআর চেয়ারম্যানের সতর্কবার্তা ◈ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যে কঠোর বার্তা দিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দেশি পর্যবেক্ষক নিবন্ধন সম্পন্ন: ইসি অনুমোদন দিয়েছে ৮১ সংস্থাকে ◈ মঞ্চে গালি দেওয়ায় ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো সাবেক সমন্বয়ককে, ভিডিও ভাইরাল ◈ আসিফ আকবর–ওমর সানীর ‘শব্দযুদ্ধ’ চরমে: ব্যক্তিজীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ সানীর ভিডিওবার্তা ভাইরাল ◈ জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক (ভিডিও) ◈ দেশের মা‌টি‌তে ৩ ফরম্যাটের সিরিজ খেলে জাতীয় দল থে‌কে অবসর নি‌তে চান সাকিবআল হাসান ◈ যুদ্ধ বিধস্ত সি‌রিয়া ও ফি‌লি‌স্তিন ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে ◈ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্চে গালি দেওয়ায় ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো সাবেক সমন্বয়ককে, ভিডিও ভাইরাল

রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনের একটি অনুষ্ঠানে বক্তব্য চলাকালে মাইক বন্ধ করে দেওয়া ও গালাগালির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ‘সমন্বয়ক’ পরিচয়ধারী এক তরুণকে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছেন আয়োজকরা।

গতকাল শনিবার আগারগাঁওয়ে বন ভবনে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক সভায় এ ঘটনা ঘটে। 

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ‘সমন্বয়ক’ পরিচয়ধারী ইব্রাহিম নিরব নামের এক তরুণ মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্যের এক পর্যায়ে মাইক বন্ধ যায়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি হলভর্তি দর্শকের সামনে আয়োজকদের গালি দেন। ভিডিওতে ওই তরুণকে বলতে শোনা যায়, ‘প্রধান অতিথি চলে গেছেন।

তার বক্তব্যের পরে আর বক্তব্য দেওয়া উচিত নয়। আমি আমার আইডেন্টিটি ইউজ করতে চাই না। এখন আমার আইডেন্টিটি ইউজ করায় আমার দুঃখ পেতে হচ্ছে।’ এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মাইকটি বন্ধ করে দেওয়া হয়।
তখন নিজের অবস্থান থেকে সরে এসে তিনি বলেন, এই খা... পো.. মাইক বন্ধ করলি কেন? আমি ১০ মিনিট দাঁড়িয়ে ছিলাম আমাকে একটা মিনিট কথা বলার সুযোগ দেয়নি।’ পরে তৎক্ষণাৎ তাকে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেন আয়োজকদের কয়েকজন।

তার এমন গালাগালে বিস্ময় প্রকাশ করেন উপস্থিত দর্শকরা। তারা বলেন, এ ধরনের একটি অনুষ্ঠানে সমন্বয়ক পরিচয়ে গালাগাল দেওয়া ও উশৃঙ্খল আচরণ কোনোভাবেই কাম্য নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়