ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার একটি খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে যাওয়ার ঘটনায় শুক্রবার বিকালে চিড়িয়াখানা এলাকায় উদ্বেগ তৈরি হয়। বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা ছাড়ে বলে নিশ্চিত করেছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।
তিনি জানান, সিংহটি চিড়িয়াখানার ভেতরেই ঘুরছে এবং তার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে চিড়িয়াখানার ভেতর থাকা সকল দর্শনার্থীকে দ্রুত বের করে দেওয়া হয়েছে।
সিংহটি কীভাবে বের হয়ে এলো—এমন প্রশ্নে পরিচালক বলেন, খাঁচার গ্রিল বা কাঠামোতে কোনো ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, খাঁচার দরজায় তালা ঠিকভাবে লাগানো হয়নি, সেখান দিয়েই সিংহটি বেরিয়ে যেতে পারে।
ঘটনাটির কারণ অনুসন্ধানে রাতেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চিড়িয়াখানার প্রাণী-কর্মীরা কাজ করছেন।