রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ৪টায় কোতোয়ালি থানাধীন শহীদ হাসান আলী লেনে কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসভবনে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট থেকে জানা গেছে এ তথ্য।
পোস্টে বলা হয়, অভিযানের সময় সন্ত্রাসী আলাউদ্দিন পালিয়ে গেলেও সন্দেহভাজন হিসেবে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, নাজমা বেগম (৪৫), মো. সুমন (২৭), মো. শাওন (২৮) ও মো. সাগর (২৯)। পরবর্তীতে তল্লাশির মাধ্যমে বাসভবনটি থেকে একটি ৯ মি.মি. বেরেটা পিস্তল, একটি পয়েন্ট ২২ এলআর পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, চারটি দেশীয় রামদা, দুটি চাইনিজ কুড়াল, চারটি দেশীয় ছুরি, এক বক্স বোমা তৈরির স্প্লিন্টার , তিনটি পাসপোর্ট, চারটি মোবাইল ফোন, চারটি জাতীয় পরিচয়পত্র ও দুটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উৎস: আরটিভি অনলাইন।