শিরোনাম
◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৪:৩৫ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মাসুদ আলম

সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন

রাজধানীর নতুনবাজার থেকে বাড্ডা সড়কের এক পাশে রাস্তার ওপরই ময়লা-আবর্জনা ফেলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। এর ফলে যান চলাচলের জায়গা সরু হয়ে যাওয়ায় সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এই আন্দোলন শুরু করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা। 

এটই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বর্জ্যে ভরা ট্রাকগুলো সড়কের পাশে দাঁড় করানো রয়েছে, আর সেগুলোর পাশেই ছড়িয়ে আছে ময়লার স্তূপ। বর্জ্য ব্যবস্থাপনার শার্ট বা ক্যাপ পরিহিত কর্মীরা নিজ নিজ ভ্যান উল্টে সড়কের ওপর ময়লা ফেলে দিচ্ছেন।

বর্জ্যের কারণে সড়কে কিছু স্থান প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে গাড়িগুলোকে ধীরে ধীরে পাশ কাটিয়ে যেতে হচ্ছে, আর এতে যান চলাচলে মারাত্মকভাবে বিঘ্ন হচ্ছে।

এর আগে জুলাই মাসে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক অস্থিরতায় করপোরেশনের এক চতুর্থাংশ বর্জ্যবাহী যানবাহন পুড়ে যাওয়ায় বা ক্ষতিগ্রস্ত হওয়ায়, বাসাবাড়ির ময়লা সংগ্রহে অতিরিক্ত ১১৫টি ট্রাক ভাড়া করে এবং খাল পরিষ্কারের কাজে ব্যবহৃত ২৭টি ভারী কম্প্যাক্টর পুনঃব্যবহারযোগ্য করে কাজে লাগায় সিটি করপোরেশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়