শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০১:১৮ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ লাখ টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: রাজধানীর খিলক্ষেত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ শনিবার (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর আগে, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে খিলক্ষেতের নামাপাড়া থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, লায়লা বানু ওরফে রাশেদা বেগম (৩৮), আব্দুস সাত্তার ওরফে আকাশ (৩৬), মো. মোকলু মিয়া (২৬) ও  মো. সাখাওয়াত হোসাইন শিপন (৩৩)।

ডিএমপি সূত্রে জানা যায়, ওই চার মাদক কারবারিকে গ্রেপ্তারের সময় আরও দুই থেকে তিনজন মাদক কারবারি পালিয়ে যায়। পরে আটকদের দেহ তল্লাশি করে এক হাজার ২০০ পিস ইয়াবা এবং তাদের প্রাইভেটকার তল্লাশি করে আরও নয় হাজার পিস ইয়াবাসহ মোট ১০ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃত লায়লা বানু চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে প্রাইভেটকারযোগে ঢাকায় এনে আসামি আব্দুস সাত্তার, মোকলু মিয়া ও সাখাওয়াতের নিকট হস্তান্তর করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল। তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন কৌশলে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরাসহ পলাতকদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ে করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়