শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক ওসি মহিবুল্লাহ কে স্বপদে পূর্ণবহালের জন্য মানববন্ধন

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: উত্তরা পূর্ব থানার সাবেক অফিসার ইনচার্জ জনাব মোঃ মহিবুল্লাহ কে প্রত্যাহারের আদেশ বাতিল করে পূর্ণ বহালের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে উত্তরা পূর্ব থানা সচেতন নাগরিক ফোরাম নামের একটি ব্যানারে প্রায় দুইশত মানুষ একটি মানববন্ধনের আয়োজন করেন।

তাদের হাতে বিভিন্ন রকমের ব্যানার ফেস্টুন ছিল। যাতে লেখা রয়েছে ওসি মহিবুল্লাহ কে পূর্ণ বহাল করা হোক। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন ওসি মহিবুল্লাহ একজন চৌকস  পুলিশের অফিসার ছিলেন। তারা আরো বলেন ৫ ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ওসি মহিবুল্লাহ কে উত্তরা পূর্ব থানার দায়িত্ব দেওয়া হয়। বিগত চার মাসে তিনি তার দক্ষতা ও বুদ্ধিমত্তা দিয়ে উত্তরা পূর্ব থানা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই,, বন্ধ করতে সক্ষম হয়েছিল।  

গত ৯ই জানুয়ারি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি ৫ ই আগস্ট এর ছাত্র হত্যা মামলার আসামি শাহ আলম  থানা হাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় ওসি মহিবুল্লাহ কে প্রত্যাহার  করা হয়। ওসি মহিবুল্লাহর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় বিগত চার মাস যাবত স্ত্রী সন্তানের খোঁজ খবর না নিয়ে শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষার কারণে থানা এলাকার আশেপাশেই তিনি বসবাস করতেন। তবুও যদি তাকে এই শাস্তি ভোগ করতে হয় তাহলে লাভ কি হলো।

তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছেন তাকে তার পদে পূর্ণবহাল  করে আসামি গ্রেফতারের জন্য সহায়তা করা হোক। এই বিষয়ে ওসি মহিবুল্লার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়