শিরোনাম
◈ ফারাক্কার ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে আগামী জু‌নে চিলি ও কলম্বিয়ার মু‌খোমু‌খি আ‌র্জেন্টিনা ◈ পা‌কিস্তান সফ‌রের আ‌গে আরব আমিরাতের স‌ঙ্গে দু‌টি টি-‌টো‌য়ে‌ন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ উ‌য়েফা কনফারেন্স লিগে সুই‌ডিশ ক্লাব‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো চেলসি ◈ আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ ◈ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি ◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪, ০৫:০১ বিকাল
আপডেট : ০২ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী বিভাগ চেয়ে ঢাকায় মানববন্ধন

ডেস্ক রিপোর্ট : নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে মানববন্ধন করেছে ঢাকায় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। বুধবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “নোয়াখালী বিভাগের জন্য আমাদের এভাবে দাঁড়াতে হবে এটা আমাদের জন্য দুঃখজনক। খুলনার থেকে নোয়াখালী আয়তনে বড় তবুও এটাকে বিভাগ দেওয়া হয়নি। নোয়াখালীকে বিভাগ করার জন্য আমাদের যা যা করা দরকার, আমরা সেটাই করবো।”

তারা বলেন, “গত সরকার আমাদের কথা দিয়েছিল- নোয়াখালীকে বিভাগ করবে, কিন্তু তারা সে কথা রাখেনি। বিভাগ না করে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে রোহিঙ্গা।”

তারা বলেন, “বাংলাদেশের যে রেমিট্যান্স যোদ্ধা তাদের বেশিরভাগ কিন্তু নোয়াখালীর। আর নোয়াখালীকে বিভাগ করার জন্য যা যা প্রয়োজন, তার সব নোয়াখালীর আছে। আবার ভাষাভাষী বা জনগোষ্ঠীর দিকে বিবেচনা করলে কিন্তু নোয়াখালীকে বিভাগ করা যায়।”

বর্তমান সরকারের উদ্দেশ্যে আয়োজকরা বলেন, “যারা বর্তমান শাসক আছেন বা উপদেষ্টা আছেন, তাদেরকে বলতে চাই- নোয়াখালীর আয়তন এবং অন্যান্য দিক বিবেচনা করে নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করুন। নোয়াখালী বিভাগ হবে এটা আমরা প্রত্যাশা করি।”

আয়োজক সংগঠনের আহ্বায়ক সময় মুরাদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান রাসেল, যুগ্ম আহ্বায়ক মো. শাহজালাল, সদস্য দাউদ ইব্রাহীম প্রমুখ।

সুত্র : ঢাকা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়