শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২২, ০৭:৫৭ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২২, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতর-টুপির বাজারে ধস, হতাশ ব্যবসায়ীরা

আতর-টুপির বাজার

মিনহাজুল আবেদীন: দুদিন পরই পবিত্র ঈদুল আজহা। কিন্তু এখনো জমে ওঠেনি টুপি, জায়নামাজ, আতর ও পাজামার দোকান। অন্যান্য সময়ের তুলনায় এবার ক্রেতাদের উপস্থিতি কম। 

বৃহস্পতিবার (৭ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট ঘুরে দেখা গেছে, ভেতরের দোকানের পাশাপাশি বাইরেও বসেছে দোকান। এসব দোকানে রয়েছে টুপি, জায়নামাজ, আতর, পাজামা, তসবিসহ নানা সামগ্রী। তবে ঈদকে কেন্দ্র করে বেচাকেনা তেমন না থাকায় অনেকে অলস সময় পার করছেন।

ব্যবসায়ীরা বলছেন, দুই বছর করোনার সংকট থাকায় বেচাকেনা তেমন হয়নি, তবে এবার রমজানে বেশ ভালো বিক্রি হয়েছিলো। কিন্তু কোরবানি উপলক্ষে বিক্রি একেবারেই কম। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ আতর-টুপি কিনছেন না। আর বৃষ্টিসহ আনুষঙ্গিক কারণে ব্যবসা অনেকটা কম।

আতর-সুরমা ও তসবি বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, সারা বছরের মধ্যে রমজানে সবচেয়ে বেশি বেচাকেনা হয়। আর কোরবানির ঈদে বিক্রি হয় কিছুটা কম। তবে এবার অনেক কম। 

টুপি বিক্রেতা শাহিন মিয়া বলেন, সাধারণত কোরবানির ঈদে যেমন বেচাকেনা হয় এবার তেমনও হচ্ছে না। মানুষ কিনছে কম, তাই কাস্টমারের অপেক্ষায় থাকতে হচ্ছে। 

জায়নামাজ বিক্রেতা বেলাল হোসেন বলেন, মানুষের অবস্থা ভালো হলে বিক্রি ভালো হবে, এখন হয়তো ভালো না সেজন্য বিক্রিও কম। জায়নামাজের বিক্রি মোটামুটি, তবে কিছুটা কমই।

বায়তুল মোকাররম এলাকায় আসা রেজাউল করীম বলেন, আসলে খুব বেশি প্রয়োজনে কিনতে এসেছি এমন না। এদিক দিয়ে যাচ্ছিলাম তাই টুপি নিলাম। ২২০ টাকা দাম টুপির। কোরাবানির ঈদে সেভাবে কেনাকাটা হয় না। সামনে যেহেতু পড়েছে তাই কিনলাম। জাগোনিউজ ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়