শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২২, ০৭:৫৭ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২২, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতর-টুপির বাজারে ধস, হতাশ ব্যবসায়ীরা

আতর-টুপির বাজার

মিনহাজুল আবেদীন: দুদিন পরই পবিত্র ঈদুল আজহা। কিন্তু এখনো জমে ওঠেনি টুপি, জায়নামাজ, আতর ও পাজামার দোকান। অন্যান্য সময়ের তুলনায় এবার ক্রেতাদের উপস্থিতি কম। 

বৃহস্পতিবার (৭ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট ঘুরে দেখা গেছে, ভেতরের দোকানের পাশাপাশি বাইরেও বসেছে দোকান। এসব দোকানে রয়েছে টুপি, জায়নামাজ, আতর, পাজামা, তসবিসহ নানা সামগ্রী। তবে ঈদকে কেন্দ্র করে বেচাকেনা তেমন না থাকায় অনেকে অলস সময় পার করছেন।

ব্যবসায়ীরা বলছেন, দুই বছর করোনার সংকট থাকায় বেচাকেনা তেমন হয়নি, তবে এবার রমজানে বেশ ভালো বিক্রি হয়েছিলো। কিন্তু কোরবানি উপলক্ষে বিক্রি একেবারেই কম। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ আতর-টুপি কিনছেন না। আর বৃষ্টিসহ আনুষঙ্গিক কারণে ব্যবসা অনেকটা কম।

আতর-সুরমা ও তসবি বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, সারা বছরের মধ্যে রমজানে সবচেয়ে বেশি বেচাকেনা হয়। আর কোরবানির ঈদে বিক্রি হয় কিছুটা কম। তবে এবার অনেক কম। 

টুপি বিক্রেতা শাহিন মিয়া বলেন, সাধারণত কোরবানির ঈদে যেমন বেচাকেনা হয় এবার তেমনও হচ্ছে না। মানুষ কিনছে কম, তাই কাস্টমারের অপেক্ষায় থাকতে হচ্ছে। 

জায়নামাজ বিক্রেতা বেলাল হোসেন বলেন, মানুষের অবস্থা ভালো হলে বিক্রি ভালো হবে, এখন হয়তো ভালো না সেজন্য বিক্রিও কম। জায়নামাজের বিক্রি মোটামুটি, তবে কিছুটা কমই।

বায়তুল মোকাররম এলাকায় আসা রেজাউল করীম বলেন, আসলে খুব বেশি প্রয়োজনে কিনতে এসেছি এমন না। এদিক দিয়ে যাচ্ছিলাম তাই টুপি নিলাম। ২২০ টাকা দাম টুপির। কোরাবানির ঈদে সেভাবে কেনাকাটা হয় না। সামনে যেহেতু পড়েছে তাই কিনলাম। জাগোনিউজ ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়