শিরোনাম
◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২, ১১:১৬ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২২, ১২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুনমুন বললেন, পপির অভিযোগ-কান্নার ভিডিও দেখে কষ্ট পেয়েছি (ভিডিও)

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শুক্রবার এই ভোটগ্রহণ হয়। একসময়ের জনপ্রিয় নায়িকা মুনমুন ভোট দেয়ার আগে সাংবাদিকদের জানান, প্রায় ২ বছর পর তিনি এফডিসিতে এসেছেন।

নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে আমরা কাউকে সমর্থন দেব, কাউকে দেব না। কিন্তু দিনশেষে আমরা সবাই এক। চলচ্চিত্রে সবাই এক পরিবার। আমি চাই, আমাদের মধ্যে একতা থাকুক। একজনের পেছনে আরেকজন যেন লেগে না থাকি।’

চিত্রনায়িকা পপির প্রসঙ্গে কথা বলেন মুনমুন। অনেকদিন আড়ালে থাকার পর সম্প্রতি পপি এক ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ্যে আসেন। সেই বার্তায় শিল্পী সমিতির সাবেক কমিটি তথা মিশা-জায়েদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তিনি। এক সাক্ষাৎকারে পপি এ-ও জানান, জায়েদ তার বুকে পিস্তল পর্যন্ত ঠেকিয়েছিলেন।
এ বিষয়ে মুনমুন বলেন, ‘ওর ভিডিওটা আমি দেখেছি। দেখার পর আমি এত কষ্ট পেয়েছি যে, খাওয়াদাওয়া করতে পারিনি। তার জীবন, আমার জীবন ভিন্ন কিছু না। সে একজন নায়িকা, আমিও নায়িকা ছিলাম। আমি মনে করি, সে বিষয়টা সামনে এনে ভালো করেছে। এর মাধ্যমে সবাই জেনেছে।’

এরপর পপিকে নিশ্চিন্তে এফডিসিতে এসে ভোট দেয়ার আহ্বান জানান মুনমুন।

দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন মুনমুন। এ প্রসঙ্গে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা তো যা করার, করেই এসেছি। একটানা অনেকদিন কাজ করেছি না? ওটাই আমার জীবনের অর্জন। সারাজীবন যে কাজ করেই যেতে হবে, এমন তো কথা নেই।’

আগামীতেও সিনেমায় কাজ করার পরিকল্পনা নেই মুনমুনের। জানালেন, নিজের জীবন নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি।

নির্বাচন ঘিরে শিল্পীদের মধ্যে বিভাজন তৈরি হতে দেখা যায়। যদিও এটা মানতে নারাজ মুনমুন। তার ভাষ্য, ‘নির্বাচনের জন্য একটু ভাগাভাগি তো করতেই হবে। তবে নির্বাচনের পরে আমি মনে করি না কোনো ভেদাভেদ থাকে। আমার কাছে সবাই সমান।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়