স্পোর্টস ডেস্ক: [২] চট্টগ্রাম পর্বের প্রথম খেলায় বিপিএলে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে টস জিতে বোলিংয়ে খুলনা টাইগারস। ঢাকা পর্বে হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর টানা দ্ইু ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের লক্ষ্য আজ ঘরের মাঠে খুলনাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসা।
[৩] অপর দিকে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু পর ঢাকা পর্বে নিজেদের শেষ খেলায় চ্যালেঞ্জার্সদের বিপক্ষে হেরে টুর্নামেন্টে ছন্দ পতন ঘটা খুলনা টাইগারের লক্ষ্য আজকের খেলায় জয় দিয়ে চট্টগ্রামে একটা ভাল সূচনা করার।
[৪] খুলনার আজকের একাদশ ফ্লেচার, সৌম্য, রনি, মুশফিক, ইয়াসির, পেরারা, মেহেদী, ফরহাদ, কামরুল রাব্বি, প্রসান্না, নাবিল সামাদ।
চট্টগ্রামের আজকের একাদশ লুইস, জ্যাকস, আফিফ, শামিম, সাব্বির, হাওয়েল, মিরাজ, নাইম, শরিফুল, রেজাউর, নাসুম।