স্পোর্টস ডেস্ক: [২] কাগজে-কলমে এবারের অষ্টম বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবচেয়ে তারকাবহুল দল মিনিস্টার ঢাকা। দলটিতে যোগ দিয়েছেন আরও দুই বিদেশী ক্রিকেটার যাদের উভয়েই আফগানিস্তানের। ড্রাফটের বাইরে থেকে সরাসরি আফগান স্পিনার কাইস আহমেদকে দলে টেনেছিল ঢাকা। ড্রাফট থেকে অপর আফগান বাঁহাতি পেসার ফজল হক ফারুকিকে নিয়েছিল দলটি। দুজনই বাংলাদেশে এসে পৌঁছেছে। ঢাকার পরবর্তী ম্যাচে মাঠে নামতে প্রস্তুত দুজন। সারাবাংলা
[৩] দলটিতে টুর্নামেন্টের শুরু থেকেই আছেচ মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, আন্দ্রে রাসেল, মোহাম্মদ শেহজাদদের মত তারকা ক্রিকেটার।
[৪] ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএল এখন চট্টগ্রামে। চট্টগ্রাম পর্বে মিনিস্টার ঢাকার প্রথম ম্যাচ আগামী শুক্রবার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেদিন সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে ঢাকা।
[৫] দুই আফগানিকে পেয়ে ঢাকা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার বিষয়। স্কোয়াড তারকায় ঠাঁসা হলেও এখন পর্যন্ত তার প্রত্যাশিত সুফল পায়নি ঢাকা। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতই হেরেছে দলটি। যাতে প্লে-অফের সমীকরণটা বেশ কঠিনই হয়ে পড়েছে দলটির।