ওয়ালিউল্লাহ সিরাজ: [২] পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্রোকেটের ওয়ালমার্ট লোকেশনে চেকআউট লাইনে দাঁড়িয়ে রেবেকা ল্যানেট টেলর শিশুটির মাকে বলেন, তোমার ছেলের চুল স্বর্ণকেশী, চোখ নীল। বাহ! তোমার ছেলে দেখেতে অনেক সুন্দর। তোমার ছেলেকে কত দিয়ে বিক্রি করবে? জবাবে শিশুটির মা বলেন, তুমি কত দিয়ে কিনতে চাও? শিশুটিকে ৫ লাখ ডলারে বিক্রির জন্যে রেবেকা চাপও দিতে থাকেন। স্পুটনিক
[৩] এরপর টেলরকে আটক করে পুলিশ। টেলর ও নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আমরা শিশুটির মায়ের কাছে শিশুটির নাম জানার চেষ্টা করেছি।
[৪] যুক্তরাষ্ট্রে শিশু ক্রয় করা একটি গুরুতর অপরাধ। শিশু কেনার অপরাধে আটক নারীর সর্বোচ্চ ১০ বছরের জেল অথবা ১ লাখ ডলারের জরিমানা হতে পারে। সম্পাদনা : রাশিদ