রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রে হস্তান্তরের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করতে পারবেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ (৫০)। সোমবার যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত আদেশ দেয়। গত ডিসেম্বরে অ্যাসাঞ্জকে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের বিষয়ে দায়েরকৃত আপিল আবেদনে জয়ী হয়েছিল যুক্তরাষ্ট্র। সিএনএন
[৩] যুক্তরাষ্ট্রের ওই আপিল জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে জুলিয়ানের প্রত্যর্পণের সম্ভাবনা প্রবল হয়েছিল। গুপ্তচরবৃত্তির আইন ভঙ্গের একটিসহ যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের বিরুদ্ধে মোট ১৮টি অভিযোগ আনে। এর আগে গত বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের একটি নিম্ন আদালত অ্যাসাঞ্জকে প্রত্যর্পণে যুক্তরাষ্ট্রের আবেদন প্রত্যাখ্যান করেন। তখন আদালত বলে, অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানো যাবে না। রয়টার্স
[৪] ২০১০ ও ২০১১ সালে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।