শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প ◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২২, ০২:১০ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২২, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভয় পেয়ে ২০ জন গিয়েছিল শিল্পী সমিতির নির্বাচন পেছাতে, বললেন চিত্রনায়ক রিয়াজ

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেলের সহসভাপতি প্রার্থী চিত্রনায়ক রিয়াজ বলেছেন, 'আমাদের প্যানেলের সদস্যরা এফডিসিতে ছিল না। এফডিসির এমডিসহ আমাদের অপর পক্ষের ২০ জন গিয়েছিল নির্বাচন কমিশনের কাছে। তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য বলেছে। তারা ভয় পেয়েছে।' ডেইলি স্টার

শনিবার রাত ৮টায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোশরীপাড়া গ্রামে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন।

প্যানেলের সহসভাপতি প্রার্থী অভিনেতা ডি এ তায়েব এ কথা জানিয়েছেন বলে উল্লেখ করেন রিয়াজ।

রিয়াজ আরও বলেন, 'নির্বাচন কমিশন যত কঠিন করেই নির্বাচন করুক, আমরা ২৮ জানুয়ারি ভোট দেব। একদিনের জন্যও নির্বাচন পেছাবে না।'

'চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে সদস্যপদ হারানো ১৮৪ জনকে বাদ দেওয়া হয়েছিল সে কমিটিতে আমিও সহসভাপতি ছিলাম। ওরা অনেকে বলে আমার স্বাক্ষর আছে। আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, ১৮৪ জনের তালিকা আমরা দেখিনি। আমাদের কোনো স্বাক্ষর নেই। স্বাক্ষর যদি থাকে শিল্প সমিতির হাজিরা খাতায় আছে।'

রিয়াজ আরও বলেন, 'নির্বাচনের আগে যখন ১৮৪ জনকে নিতে হবে বলে চাপ দেওয়া হলো তখন কয়েকজনকে নিবে বলে জানিয়েছিল। কিন্তু আমি সে সময় কয়েকজনকে নেওয়ার ব্যাপারে প্রতিবাদ করেছিলাম। চলে এসেছিলাম, আমাকে কথা বলতে দেওয়া হয়নি।'

সকাল থেকে শুরু হওয়া এ আলোচনা সভা কাঞ্চন-নিপুণ প্যানেলের দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী আরমানের নিজ বাড়িতে আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ, সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী সায়মন সাদিক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়