নিজস্ব প্রতিবেদক : [২] দুই দিনব্যাপী জাতীয় জুডো প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ৪টি স্বর্ণসহ ১০টি পদক নিয়ে শীর্ষে অবস্থান করছে।
[৩] গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) থেকে মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ৩৭তম জাতীয় জুডো প্রতিযোগিতা। এদিন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মো. রিফাত -৫৫ কেজি ওজন শ্রেণীতে, খালেদ হাসান মিলু -৬৬ কেজিতে, দিপু দেওয়া -৭৩ কেজিতে এবং মহিলা বিভাগে -৫৭ কেজিতে অন্তরা চাকমা স্বর্ণপদক জয় করেছেন। একই দলের সামসুদ্দোহা সৌরভ, মেনব্রুমপ্র বোঞ্জ, আবু রায়হান ও শাহীন ইসলাম ব্রোঞ্জ পদক পেয়েছেন।
[৪] মহিলা বিভাগের খেলায় প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ আনসার। -৪৪, -৪৮ ও -৫২ কেজি ওজন শ্রেণীতে আনসারের যথাক্রমে স্মৃতি আক্তার, শারমিন আক্তার ও সিংমাপ্রু মারমা স্বর্ণ পদক জয় করেছেন। পুরুষ বিভাগে -৬০ কেজিতে বিজিবির সুজন ত্রিপুরা স্বর্ণ পদক জয় করেন।
[৫] চব্বিশটি দলের ২৬৫ জন খেলোয়াড় ১৪টি ওজন শ্রেণীতে অংশ নেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।