এএইচ রাফি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পত্তন গ্রামে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পত্তন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চলে এই চিকিৎসা ক্যাম্প।
অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক সোলায়মান মিয়ার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উপস্থিত ছিলেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মো. হাছান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া ও ইউপি আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব মিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশেষজ্ঞ চিকিৎসক সোলায়মান মিয়া।
এতে বিশেষজ্ঞ চিকিৎসক সোলায়মান মিয়া সহ চারজন চিকিৎসক ৮ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা, ঔষধ ও পরামর্শ প্রদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে আড়াই শতাধিক ব্ল্যাড গ্রুপিং ও দুইশতাধিক রোগীকে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এই ক্যাম্পের আয়োজনে ছিল সুফিয়া লতিফ ফাউন্ডেশন ও ব্রাহ্মণবাড়িয়ার বাতিঘর।