শিরোনাম
◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২, ০৬:৩২ বিকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২২, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২৪ ঘণ্টায় পিরোজপুরের ৬ উপজেলায় সরকারি কর্মকর্তাসহ ২৯ জনের করোনায় শনাক্ত

বিপ্লব বিশ্বাস: [২] উপজেলায় উপজেলায় ছড়িয়ে পরছে করোনা আক্রান্ত রোগী৷ হঠাৎ করেই পিরোজপুর জেলায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষজন৷

[৩] পিরোজপুর জেলায় কয়েকজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে তৃতীয় ঢেউয়ে। এরমধ্যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক, পিরোজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকোৗশলী, তথ্য অফিসের উপ-পরিচালক, স্বরূপকাঠী উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি সোহরাওয়ার্দী কলেজের ৮ জন কলেজ শিক্ষক করোনা শনাক্ত হয়েছেন।সচেতন না হলে ভয়াবহ রুপ নিতে পারে করোনা ৷

[৪] করোনার তৃতীয় ঢেউয়ে জেলায় মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ৮০জন। এর মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পরীক্ষার সুযোগ না থাকায় শনাক্তকৃত রোগীদের মধ্যে কেউ ওমিক্রন বা ডেল্টা ভাইরাসে আক্রান্ত আছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি বলেছেন, এই ভাইরাস দু’টি পরীক্ষার সুযোগ পিরোজপুরে না থাকায় নিশ্চিত করে বলা না গেলেও ওমিক্রন বা ডেল্টা আক্রান্ত ব্যক্তি যে পিরোজপুরে নেই এ কথা উড়িয়ে দেয়া যাবে না।

[৫] জেলায় সর্বাধিক রোগীর সংখ্যা হচ্ছে মঠবাড়িয়া উপজেলায় ৩৫ জন। এরপরে সদর উপজেলায় ২৯ জন। শুরু থেকে এ পর্যন্ত জেলায় ৫ হাজার ৩৮০জন করোনায় আক্রান্ত হয়েছে। এ সময় মোট মৃতের সংখ্যা ৮৩ জন। তৃতীয় ঢেউয়ে কোন মৃত্যুর খবর নেই।

[৬] সিভিল সার্জন আরও জানান, পিরোজপুর জেলায় স্বাস্থ্য বিভাগের কাছে ৪ হাজার ৫০০টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। যার মধ্যে জেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইনে ১৩৭ মিটার ক্যাপাসিটি রয়েছে। জেলা হাসপাতালে মোটামুটি করোনার চিকিৎসার ব্যবস্থা রয়েছে, আইসিইউ ব্যবস্থা ছাড়াই পিরোজপুরে হাসপাতালে করোনার চিকিৎসা করা হয়। এদিকে তৃতীয় দফায় করোনা প্রতিরোধে পিরোজপুরে মাস্ক পড়াসহ সতর্কতামূলক প্রচারণা নেই বললেই চলে। স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে মানুষের মধ্যে তেমন কোন মনোভাব পরিলক্ষিত হচ্ছে না। বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের সভা, রাজনৈতিক দলের সভা সমাবেশ, মিছিল, বিয়েসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক লোকের সমাবেশ হচ্ছে। এসব অনুষ্ঠানেও স্বাস্থ্যবিধি মানা, সামাজিক দুরত্ব বজায় রাখা হচ্ছে না।

[৭] অভিজ্ঞ মহলের মতে আগের দু’টি করোনা ঢেউয়ের সময় যে কঠোর স্বাস্থ্য বিধি প্রয়োগ করা হয়েছিলো তা এবার ব্যাপকভাবে কার্যকর হওয়া প্রয়োজন। অন্যথায় দ্রুত সম্প্রসারণশীল করোনা এ জেলায় মহামারি রূপে দেখা দিতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়