শিরোনাম
◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়?

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২, ০১:৫২ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২২, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু বিপিএলের পর্দা উঠবে আজ

স্পোর্টস ডেস্ক: দুই বছর পর শুরু হচ্ছে বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। ছয় দলকে নিয়ে মাঠে গড়াবে এবারের আসর।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে আজ শুক্রবার দুপুর দেড়টায় পর্দা উঠবে টুর্নামেন্টের অষ্টম আসরের। দিনের অন্য ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় খেলবে মিনিস্টার গ্রুপ ঢাকা ও খুলনা টাইগার্স।

ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস। টুর্নামেন্টের অন্য দু’টি দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সানরাইজার্স।

দু’টি ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস)। প্রতিদিন থাকবে দু’টি করে ম্যাচ। এসবিএনসিএস ছাড়াও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম (জেডএসিএস) এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (এসআইসিএস) অনুষ্ঠিত হবে খেলা।

কোভিড-১৯ এর কারণে গত দুই বছর টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি বিসিবি। চলতি বছরও করোনাভাইরাসের নতুন ধরনের (ওমিক্রন) মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি। কিন্তু কোভিড-১৯ এর হুমকির মধ্যে টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক সিরিজ পরিচালনার জন্য যথেষ্ট অভিজ্ঞতা থাকায় কোনো সমস্যা ছাড়াই বিপিএল শেষ করতে পারবে বলে আত্মবিশ্বাসী বিসিবি। তবে দেশে করোনাভাইরাসের উর্ধ্বগতির সংক্রমণ বিবেচনায় দর্শক ছাড়া, ফাঁকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল।

বায়ো-বাবলে প্রবেশ করার আগে ছয়টি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং অন্যান্য স্টোকহোল্ডারদের বারবার পরীক্ষা করেছে বিসিবি মেডিকেল টিম। কিছু খেলোয়াড় এবং কর্মকর্তাদের কোভিড পজিটিভ পাওয়া গেছে। তাদের আইসোলেশনে নেয়া হয়েছে।

বিপিএলের টাইটেল স্পন্সর বিবিএস ক্যাবলস এবং পাওয়ার স্পন্সর ওয়ালটন। ২৭ দিনের প্লে অফ ও ফাইনাল সহ মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা এবং রানার্স আপ পাবে ৫০ লাখ টাকা।

যদিও পিএসএলের একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল। তবে পিএসএলকে বাদ দিয়ে আন্দ্রে রাসেল, ফাফ ডু প্লেসি, মঈন আলি, সুনীল নারাইন, ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল এবং আরো কিছু তারকা বিদেশি খেলোয়াড় আছেন, যারা বিপিএলের ব্র্যান্ড ভ্যালু।

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২-এর পূর্ণাঙ্গ সূচি :
২১ জানুয়ারি - চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল, ভেন্যু- ঢাকা, দুপুর- ১:৩০
২১ জানুয়ারি- খুলনা টাইগার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা, ভেন্যু- ঢাকা, সন্ধ্যা- ৬:৩০
২২ জানুয়ারি- কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সানরাইজার্স, ভেন্যু -ঢাকা, দুপুর ১২:৩০
২২ জানুয়ারি- চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা, ভেন্যু -ঢাকা, বিকেল ৫:৩০
২৪ জানুয়ারি- ফরচুন বরিশাল-মিনিস্টার গ্রুপ ঢাকা, ভেন্যু -ঢাকা, দুপুর ১২:৩০
২৪ জানুয়ারি- চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স, ভেন্যু -ঢাকা, বিকেল ৫:৩০
২৫ জানুয়ারি- মিনিস্টার গ্রুপ ঢাকা-সিলেট সানরাইজার্স, ভেন্যু -ঢাকা, দুপুর ১২:৩০
২৫ জানুয়ারি- কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল, ভেন্যু -ঢাকা, বিকেল ৫:৩০
২৮ জানুয়ারি- চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স, ভেন্যু -চট্টগ্রাম, দুপুর ১:৩০
২৮ জানুয়ারি- মিনিস্টার গ্রুপ ঢাকা-সিলেট সানরাইজার্স, ভেন্যু -চট্টগ্রাম, সন্ধ্যা ৬:৩০
২৯ জানুয়ারি- ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স, ভেন্যু -চট্টগ্রাম, দুপুর ১২:৩০
২৯ জানুয়ারি- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট সানরাইজার্স, ভেন্যু -চট্টগ্রাম, বিকেল ৫:৩০
৩১ জানুয়ারি- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ভেন্যু -চট্টগ্রাম, দুপুর ১২:৩০
৩১ জানুয়ারি- খুলনা টাইগার্স-ফরচুন বরিশাল, ভেন্যু -চট্টগ্রাম, বিকেল ৫:৩০
১ ফেব্রুয়ারি- মিনিস্টার গ্রুপ ঢাকা-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ভেন্যু -চট্টগ্রাম, দুপুর ১২:৩০
১ ফেব্রুয়ারি- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল, ভেন্যু -চট্টগ্রাম, বিকেল ৫:৩০
৩ ফেব্রুয়ারি- খুলনা টাইগার্স-সিলেট সানরাইজার্স, ভেন্যু- ঢাকা, দুপুর ১২:৩০
৩ ফেব্রুয়ারি- চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ভেন্যু- ঢাকা, বিকেল ৫:৩০
৪ ফেব্রুয়ারি- ফরচুন বরিশাল-সিলেট সানরাইজার্স, ভেন্যু- ঢাকা, দুপুর ১:৩০
৪ ফেব্রুয়ারি- মিনিস্টার গ্রুপ ঢাকা-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ভেন্যু- ঢাকা, সন্ধ্যা ৬:৩০
৭ ফেব্রুয়ারি- ফরচুন বরিশাল-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ভেন্যু- সিলেট, দুপুর ১২:৩০
৭ ফেব্রুয়ারি- খুলনা টাইগার্স-সিলেট সানরাইজার্স, ভেন্যু- সিলেট, বিকেল ৫:৩০
৮ ফেব্রুয়ারি- চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা, ভেন্যু- সিলেট, দুপুর ১২:৩০
৮ ফেব্রুয়ারি- ফরচুন বরিশাল-সিলেট সানরাইজার্স, ভেন্যু- সিলেট, বিকেল ৫:৩০
৯ ফেব্রুয়ারি- খুলনা টাইগার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা, ভেন্যু- সিলেট, দুপুর ১২:৩০
৯ ফেব্রুয়ারি- কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সানরাইজার্স, ভেন্যু- সিলেট, বিকেল ৫:৩০
১১ ফেব্রুয়ারি- খুলনা টাইগার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ভেন্যু- ঢাকা, দুপুর ১:৩০
১১ ফেব্রুয়ারি- মিনিস্টার গ্রুপ ঢাকা-ফরচুন বরিশাল, ভেন্যু- ঢাকা, সন্ধ্যা ৬:৩০
১২ ফেব্রুয়ারি- চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট সানরাইজার্স, ভেন্যু- ঢাকা, দুপুর ১২:৩০
১২ ফেব্রুয়ারি- খুলনা টাইগার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ভেন্যু- ঢাকা, বিকেল ৫:৩০
১৪ ফেব্রুয়ারি- এলিমিনেটর, ভেন্যু- ঢাকা, দুপুর ১২:৩০
১৪ ফেব্রুয়ারি- কোয়ালিফায়ার-১, ভেন্যু- ঢাকা, বিকেল ৫:৩০
১৬ ফেব্রুয়ারি- কোয়ালিফায়ার-২, ভেন্যু- ঢাকা, সন্ধ্যা ৫:৩০
১৮ ফেব্রুয়ারি : ফাইনাল, ভেন্যু- ঢাকা, সন্ধ্যা ৬:৩০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়