শিরোনাম
◈ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর ◈ এ‌শিয়া কাপ রাই‌জিং স্টার টুর্না‌মে‌ন্টের সেমিফাইনালে বাংলাদেশ  ◈ বিশ্বকা‌পে বাংলা‌দেশের প্রথম ম‌্যাচ ভার‌তের বিরু‌দ্ধে ১৭ জানুয়া‌রি  ◈ টেস্ট ক্রিকে‌টে কোচ থে‌কে কি সরানো উচিত ‌গৌতম গম্ভীরকে? যা বল‌লেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যুদ্ধবিরতির মধ্যেই গাজায় আইডিএফের হামলায় নিহত ২৮, আহত কমপক্ষে ৭৭ ◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও)

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২২, ০৯:৫৫ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২২, ১০:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে জনভোগান্তি চরমে

শাহাজাদা এমরান: [২]  কুমিল্লা অংশে অন্তত ত্রিশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, মহাসড়কের একাংশ বন্ধ করে বৃহস্পতিবার বিকেলে যান চলাচলের মোক্ষম সময়ে সড়ক ও জনপথ অধিদপ্তর রাস্তার মেরামত কাজ করার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে, মহাসড়কের নিমসারে দুর্ঘটনা এবং সড়ক মেরামতের কারণে মানুষকে কিছুটা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।

[৩] মহাসড়কের চান্দিনা অংশে সরেজমিন গিয়ে দেখা যায়,  রাস্তার একপাশ বন্ধ রেখে মেরামত কাজ পরিচালিত হচ্ছে। সড়কের একই অংশে দুই দিকের গাড়ি চলাচল করছে। যার কারণে সড়ক সংকুচিত হয়ে এসেছে। এতে  আটকা পড়ছে গাড়ি। অপরদিকে সড়কের নিমসারে  উল্টোপথে সড়ক বিভাজকের ওপর দুর্ঘটনাকবলিত ট্রাক আটকা পড়তে দেখা গেছে। রাস্তা বন্ধ ও সড়কে দুর্ঘটনা দুটি কারণেই যানজট ব্যাপক আকার ধারণ করেছে।

[৪] কুমিল্লা থেকে ঢাকায় বেলা সাড়ে ১১টার দিকে রওয়ানা দেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ম্যানেজার বদরুল হুদা জেনু। তিনি জানান, সকাল সাড়ে ১১টায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করি। এখনো ( পৌনে ৬টা পর্যন্ত) যানজটে আটকে আছি।

[৫] ব্যাংকের নিয়োগ পরীক্ষা দিতে ঢাকায় যাচ্ছে মামুন রনি। তিনি জানান, বিকেল ৩টায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যা ৬টা পর্যন্ত চান্দিনায় আটকে আছি।

[৬] ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, আমাদের দুটি টিম যানজট নিরসনে কাজ করছে।

[৭] সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি জানান, এখন শুষ্ক মৌসুম হওয়ায় মেরামত কাজ এগিয়ে নিতে হচ্ছে।  তাই মানুষের সাময়িক অসুবিধা হচ্ছে। সম্পাদনা: শান্ত মজুমদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়