মাসুদ আলম: [২] বুধবার সংবাদ সম্মেলনে ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস্ বিভাগের ডিসি মো. ফারুক হোসেন বলেন, গত ১৬ জানুয়ারি বিকাল বেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক পরিচয় দিয়ে ফোন করেন তারেক সরকার । প্রতারক চাকুরির বিষয়ে সিনিয়র সচিবকে জোর সুপারিশ করে। বিষয়টি সচিবের সন্দেহ হলে তিনি ডিএমপি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ডিবি জানাতে পারে ব্যবহৃত মোবাইল নম্বরটি জাহাঙ্গীর কবির নানকের নয়। এটি একটি প্রতারক চক্রের নম্বর। তার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন করে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছে।
[৩] তিনি আরও বলেন, মঙ্গলবার বিকালে পল্টন পলওয়েল সুপার মার্কেট এলাকা থেকে তারেক সরকারকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগ। এসময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ডিভাইস ও সিমকার্ড উদ্ধারমূলে জব্দ করা হয়।
[৪] ফারুক বলেন, তারেক নরসিংদী জেলা জাতীয়তাবাদী প্রচারদলের সদস্য সচিব। তিনি নিজেকে বিএনপি নেতা খায়রুল কবির খোকনের এপিএস বলে পরিচয় দিত। তিনি ২০০৬ সালে কারারক্ষী পদে নিয়োগ পায় এবং ২০২০ সালে প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে চাকুরিচ্যুত হয়। বর্তমানে প্রতারণার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোন দিয়ে তদবির বাণিজ্য করে।