শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২, ০৪:৫৮ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নানক পরিচয়ে সচিবকে ফোন, সাবেক কারারক্ষী গ্রেপ্তার

মাসুদ আলম: [২] বুধবার সংবাদ সম্মেলনে ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস্ বিভাগের ডিসি মো. ফারুক হোসেন বলেন, গত ১৬ জানুয়ারি বিকাল বেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক পরিচয় দিয়ে ফোন করেন তারেক সরকার । প্রতারক চাকুরির বিষয়ে সিনিয়র সচিবকে জোর সুপারিশ করে। বিষয়টি সচিবের সন্দেহ হলে তিনি ডিএমপি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ডিবি জানাতে পারে ব্যবহৃত মোবাইল নম্বরটি জাহাঙ্গীর কবির নানকের নয়। এটি একটি প্রতারক চক্রের নম্বর। তার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন করে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছে।

[৩] তিনি আরও বলেন, মঙ্গলবার বিকালে পল্টন পলওয়েল সুপার মার্কেট এলাকা থেকে তারেক সরকারকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগ। এসময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ডিভাইস ও সিমকার্ড উদ্ধারমূলে জব্দ করা হয়।

[৪] ফারুক বলেন, তারেক নরসিংদী জেলা জাতীয়তাবাদী প্রচারদলের সদস্য সচিব। তিনি নিজেকে বিএনপি নেতা খায়রুল কবির খোকনের এপিএস বলে পরিচয় দিত। তিনি ২০০৬ সালে কারারক্ষী পদে নিয়োগ পায় এবং ২০২০ সালে প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে চাকুরিচ্যুত হয়। বর্তমানে প্রতারণার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোন দিয়ে তদবির বাণিজ্য করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়