রাশিদুল ইসলাম : [২] ইতালির সিনেটরদের সঙ্গে শিক্ষাবিদদের ওই ভার্চুয়াল বৈঠক চলাকালে ‘ফাইনাল ফ্যান্টাসি’ নামে পর্নোগ্রাফি গেম সিরিজের একটি ভিডিও ক্লিপ সম্প্রচার শুরু হলে অনেকে হতবাক হয়ে পড়েন। আরটি
[৩] এ ঘটনার পর নারী সিনেটর মারিয়া লরা মান্টোভানি বলেন তিনি বিষয়টি পুলিশকে জানাবেন। শিক্ষাবিদদের মধ্যে নোবেল লরিয়েট জর্জিও প্যারিসি উপস্থিত ছিলেন। ছিলেন ইতালির ফাইভ স্টার আন্দোলনের বেশ কয়েকজন আইন প্রণেতা।
[৪] সোমবার অনুষ্ঠিত ওই বৈঠকে পর্নোগ্রাফির ক্লিপটি ৩০ সেকেন্ড চলে। এরপর তা চ্যাট থেকে সরিয়ে ফেলা হয়।
[৫] ভিডিওটি বন্ধ হবার পর আয়োজকদের একজন সেখানে উপস্থিত পর্নো ক্লিফটি চালুকারীকে বের করে দেওয়ার অনুমতি চান।
[৬] কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি যথারীতি শুরু হয়।