স্পোর্টস ডেস্ক : [১] কোহলির আচমকা পদত্যাগ ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছে। আইপিএলের আগে গত সেপ্টেম্বরে টি২০-র অধিনায়কত্ব ছাড়ার পরে কোহলি জানিয়েছিলেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই টি২০-র নেতৃত্ব থেকে সরছেন তিনি।
[৩] নেতৃত্ব ছাড়ার পরে কোহলিকে আবার দক্ষিণ আফ্রিকায় সফরের দল নির্বাচনের ঠিক আগে ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বোর্ডের তরফে। পরে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং নির্বাচক প্রধান চেতন শর্মা জানিয়ে দেন, সীমিত ওভারের ক্রিকেটে দুজন আলাদা আলাদা নেতা চায়নি বোর্ড। এমন টেনশনের আবহেই প্রোটিয়াস সফরে টেস্ট সিরিজ হারের ২৪ ঘন্টার মধ্যে কোহলির পদত্যাগ।
[৪] দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বিষ্ফোরক প্রেস কনফারেন্সের পরে বোর্ডের সঙ্গে কোহলির সম্পর্কের অবনতি ঘটেছিল। কোহলি এই দড়ি টানাটানিতে রীতিমত ক্লান্ত হয়ে পড়েছিল। আর কোহলির পদত্যাগ বোর্ড যে গ্রহণ করে নিলো, তা সচিব জয় শাহের অভিনন্দন বার্তাতেই সিলমোহর দিয়ে দিয়েছে। - ইন্ডিয়ান এক্সপ্রেস