মহসীন কবির: [২] সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, জিনোম সিকোয়েন্সিং করে এ তথ্য পাওয়া গেছে। আজ থেকে ৫০ বছর বয়সীদের টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। এর আগে ৬০ বছর বয়সীদের টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছিল।
[৩] তিনি বলেন, এ পর্যন্ত ৭ লাখ বুস্টার ডোজ দেওয়া হয়েছে। ১২ বছরের নিচে শিশুদের টিকা দেওয়ার অনুমতি দেয় নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
[৪] স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ওমিক্রন ও ডেল্টা ধরনের কারণে সংক্রমণ বাড়ছে। এভাবে বাড়তে থাকলে, শনাক্ত হার ৩০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। যাতে এক-দেড় মাসের মধ্যে হাসপাতালে জায়গা হবে না।