মামুন আল মাহতাব: ‘সাউথ এশিয়া ফোরাম ফর আর্ট এন্ড ক্রিয়েটিভ হেরিটেজ’ আয়োজিত ‘ইন্দাস ভ্যালি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টভ্যাল ২০২১’-এ একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা জনাব শাহরিয়ার কবিরের ‘হাকানস জার্নি টু পিস’ শ্রেস্ঠ ডকুমেন্টারী ফিল্মের পুরস্কারটি জিতে নিয়েছে।
সুফি কবি জালালউদ্দিন রুমির সৃস্টিতে মানবিকতার যে ঐতিহ্য তা-ই এই ছবিটির উপজীব্য।