রাশিদুল ইসলাম: [২] ময়নাগুড়ি ওভারব্রিজের কাছে লাইনচ্যুত হয়ে বিকানের এক্সপ্রেসের চারটে বগি ছিটকে পড়ে। বগিগুলি দুমড়ে-মুচড়ে গিয়েছে। পাটনা থেকে গুয়াহাটি যাচ্ছিল এই ট্রেনটি। জলপাইগুড়ির জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসু ব্যাপক প্রাণহানির আশঙ্কা করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস
[৩] দুর্ঘটনার সময় ওই ট্রেনের গতিবেগ ছিলো ঘন্টায় ৪০ কিলোমিটার। বিকানের এক্সপ্রেসের ১২টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে।
[৪] ভারতীয় রেলের আলিপুরদুয়ারের ডিআরএম দিলীপ কুমার সিং বলেছেন, উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনাস্থলে ৫১টি অ্যাম্বুলেন্স পৌঁছেছে। অন্ধকারে বিকল্প আলো দিয়ে উদ্ধারকাজ চলছে।
[৫] প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ শুনে বাড়ির বাইরে এসে তারা দেখেন গুয়াহাটি-বিকানির এক্সপ্রেসের কয়েকটি কামরা উল্টে গিয়েছে। ভেতরে আটকে রয়েছেন বহু যাত্রী।
[৬] প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনার সময় এই রেল দুর্ঘটনার খবর পান মমতা বন্দ্যোপাধ্যায়। খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।