শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২২, ০৫:১৮ বিকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২২, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৪৯১, হার ৬.৭৮

শাহীন খন্দকার, মিনহাজুল আবেদীন: [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০২ জন। গত ২৪ ঘণ্টায় ৭ বিভাগে করোনায় কেউ মারা যায়নি, পাশাপাশি দেশের ৩৮ জেলায় নতুন আক্রান্ত নেই।

[৩] স্বাস্থ্য অধিদপ্তর রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২১ হাজার ৯৮০টি পরীক্ষায় এক হাজার ৪৯১ জন শনাক্ত হয়েছেন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছয় দশমিক ৭৮ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৮০ লাখ ৮৫ হাজার ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৫ লাখ ৮৬ হাজার ৬১৪টি নমুনা।

[৪] অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৯৫টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ২১৭ জনসহ মোট ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩১ শতাংশ।

[৫]গত ২৪ ঘণ্টায় মৃত ৩ জনের মধ্যে একজন পুরুষ ও দু’জন নারী। তাদের সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনিসহ মৃতের মোট সংখ্যা ২৮ হাজার ১০২ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৬ শতাংশ।

[৬] এপর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ২৩ হাজার ৮৮৬ জন, যার শতকরা হার ৮৫ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন তিন হাজার ৪০৫ জন, যার শতকরা হার ১২ দশমিক ১২ শতাংশ। বাসায় ৭৭৭ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক৭৬। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ৩৪ জন, যার শতকরা হার দশমিক ১২ শতাংশ।

[৭] এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৭ হাজার ৯৭০ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৩ দশমিক ৯৫ শতাংশ এবং ১০ হাজার ১৩২ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৬ দশমিক পাঁচ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে ২৪ ঘণ্টায় করোনায় মৃত তিনজনের মধ্যে একুশ থেকে ত্রিশ বয়সী একজন ও ষাটোর্ধ্ব দু’জন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে দু’জন ও চট্টগ্রাম বিভাগে একজন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়