শিরোনাম
◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২২, ০২:৪৯ রাত
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২২, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নয় মাসে ৮ বার বউ সাজলেন দীঘি

বিনোদন ডেস্ক : শিশুশিল্পী হিসেবে সিনেমায় অভিনয় শুরু করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। দারুণ অভিনয়ে জয় করেছিলেন দেশবাসীর মন। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ছোট থেকে বড় হয়ে দীঘি এখন নায়িকা। গত বছরই মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা-‘তুমি আছো তুমি নেই’ এবং ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’তে নায়িকার চরিত্রে দেখা গেছে তাকে। ঢাকা পোস্ট

তবে ২০২১ সালটি আরেকটি কারণে বেশি মনে থাকবে এই নায়িকার। এ বছর যে মাত্র ৯ মাসের ব্যবধানে ৮ বার বউ সেজেছিলেন তিনি! দীঘি নিজেই বিষয়টি জানিয়েছেন।

দীঘি বলেন, ‘গত বছরের এপ্রিল মাসে আমি প্রথম বউ সেজেছিলাম। এরপর সর্বশেষ বউ সাজলাম গত ২১ ডিসেম্বর। তার আগেরদিন আমার পরীক্ষা শেষ হয়েছিল। তাই খুব মজায় মজায় এবার বউ সাজলাম। গত ৯ মাসে এ নিয়ে মোট ৮ বার (লুকে) বউ সেজেছি। তবে শুট হয়েছে ৪ বার।’

প্রতিবারই বউ হওয়ার ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-শুভাকাঙক্ষীদের সঙ্গে শেয়ার করে নেন দীঘি। এবারও তাই করেছেন। আর তারপরই সবার কাছ থেকে মজার মজার সব মন্তব্য পাচ্ছেন তিনি। এসব এই অভিনেত্রী খুব এনজয়ও করছেন।

দীঘি বলেন, ‘যে যাই বলুক, বউ সাজতে আমার অনেক মজা লাগে। ছোটবেলা থেকেই তো বউ সাজা দেখে আসছি। তবে নিজে সাজতে গিয়ে আরও বেশি মজা লেগেছে। সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম প্রথমবার বউ সাজতে গিয়ে। কারণ এইভাবে এই সাজে কখনো নিজেকে দেখিনি। বউ সাজার পর নিজেই নিজেকে বারবার দেখি। আমার ভালো লাগে, আনন্দ পাই।’

বাস্তব জীবনে বউ সাজতে ইচ্ছে করে না? এমন প্রশ্নের জবাবে খুব সিরিয়াস এই অভিনেত্রী, ‘আমার তো এখনো সেই বয়সই হয়নি। আপাতত পড়াশোনা আর কাজ নিয়ে আছি। খুব শিগগিরই ভার্সিটি কোচিংয়ে ভর্তি হবো।’

দীঘি আরও জানান, চলতি মাসের শেষ দিক থেকে আবারও তিনি কাজ শুরু করবেন। তার শুটিং চলমান ‘শ্রাবন জ্যোছ্না’ সিনেমার আরও কিছু কাজ বাকি। শুরুতে সেটা শেষ করবেন। তারপর পর্যায়ক্রমে অন্যান্য কাজে হাত দেবেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়