শিরোনাম
◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল ◈ প্রতিবেশী সবার সঙ্গে ভবিষ্যতের ভিত্তি গড়াই সরকারের অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা ◈ আফটারশক কতটা বিপজ্জনক? কারণ, সময় ও সতর্কতা এক নজরে ◈ ৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, বড় ভূমিকম্প হবেই

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৬:২২ বিকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বৈষম্যমুক্ত বাংলাদেশ নির্মাণে একযোগে কাজ করতে হবে: স্পিকার

মনিরুল ইসলাম : [২] বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাহান্নর ভাষা আন্দোলনের প্রতিটি পরতে পরতে জড়িত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলা ভাষাকে মাতৃভাষার মর্যাদা প্রদানের জন্য তিনি সর্বাত্মকভাবে সম্পৃক্ত থাকায় তাকে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে। ৫২ এর ভাষা আন্দোলন, ৬৬ এর ছয় দফা, ৬৯ এর গণঅভ্যুত্থানে বঙ্গবন্ধু সর্বাগ্রে ভূমিকা রাখেন। ১৯৭১ এর ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতিকে মহান মুক্তিযুদ্ধে উজ্জীবিত করে। ২৫ মার্চ গণহত্যা, ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য, শোষণ-বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ নির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে।

[৩] জামালপুর জেলার ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।

[৪] স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। দারিদ্র্যের হার ৪০ভাগ থেকে ২১ভাগে নামিয়ে আনা সম্ভব হয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষি ভর্তুকি প্রদান, ১০টাকায় কৃষকের জন্য ব্যাংক একাউন্ট খোলার সুবিধা, উচ্চশিক্ষাক্ষেত্রে নারীদের অংশগ্রহণ, শতভাগ বিদ্যুতায়ন, গৃহহীন মানুষের ঘর নির্মাণ, নারীর ক্ষমতায়নসহ প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জিত হইয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, কর্ণফুলি টানেল নির্মাণ, অর্থনৈতিক সূচকে প্রবৃদ্ধি, রেমিটেন্স, পায়রা বন্দর নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের সফলতা সারা বিশ্বে প্রশংসিত।

[৫] ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফরিদুল হক খান এমপি-র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম , জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মদ চৌধুরী, আবুল কালাম আজাদ , মোজাফফর হোসেন , হোসনে আরা , বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. লুৎফুল হাসান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সামসুদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়