শিরোনাম
◈ গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ০১:২৩ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রায়ে দেশ কলঙ্কমুক্ত হয়েছে: রাষ্ট্রপক্ষের আইনজীবী

শিমুল মাহমুদ, মহসীন কবির: [২] বুধবার রায় ঘোষণার পর তাৎক্ষণিকভাবে এ প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, আমরা মনে করি আইন, বিচার, সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এই কলঙ্ক থেকে মুক্তি হতে পেরেছি আমরা। ভবিষ্যতে এ ধরনের অপরাধ যেন কোনো বিশ্ববিদ্যালয়, মাদরাসা বা অন্য কোনো প্রতিষ্ঠানে না ঘটে, সেই প্রত্যাশা করি।

[৩] মামলা নিয়ে আদালতের পর্যবেক্ষণের কথা তুলে ধরে তিনি বলেন, এ ঘটনায় বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে। বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে নৃশংসভাবে হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, এজন্য আসামিদের সর্বোচ্চ সাজার সিদ্ধান্ত নিয়েছেন আদালত। এর উদ্দেশ্য, যেন সমাজে একটি বার্তা যায়, সবার মধ্যে যেন ভ্রাতৃত্ব বজায় থাকে।

[৪] মোশাররফ হোসেন কাজল বলেন, রাষ্ট্রপক্ষ ৪৬ জন সাক্ষীর সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে আসামিদের অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছে। বুয়েটের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের একাংশ পড়ালেখা করেন, সেই প্রতিষ্ঠানের দিকে দেশবাসী তাকিয়ে থাকে। সেখানে দুই বছর আগে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় গোটা জাতি ক্ষুব্ধ হয়েছিল।

[৫] তিনি বলেন, একজন ছাত্রকে রাতে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে মারধর করতে থাকেন। রাত ৮ থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত নির্মম মারধরের মাধ্যমে আবরারকে হত্যা করা হয়েছিল। সে ঘটনায় দায়ের করা মামলায় আদালত আজ রায় দিয়েছেন। রায়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়