শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ০২:৪৮ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে অটোরিকশার ওপর বিদ্যুতের খুঁটি পড়ে যাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে বিদ্যুৎ সঞ্চালন সংযোগ স্থানান্তরের সময় দুর্ঘটনাবশত বৈদ্যুতিক খুঁটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে ইমরুল কাউসার (২৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাচালক মিজানুর রহমান।

তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বালিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া-সাটুরিয়া সড়কের বিডি ফুড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইমরুল কাউসার ধামরাইয়ের আমতা ইউনিয়নের শিয়ালোপাড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। আহত অটোরিকশাচালক মিজানুর রহমান ধামরাইয়ের আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকার আসারুল্লা আলীর ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যায় কাওয়ালীপাড়া-সাটুরিয়া আঞ্চলিক সড়ক দিয়ে সাটুরিয়ার দিকে যাচ্ছিল ওই অটোরিকশাটি। একই সময় সড়কের পাশে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ করছিলো ঠিকাদাররা। দুর্ঘটনাবশত বৈদ্যুতিক খুঁটি দাঁড় করানোর সময় তা সড়কে চলন্ত একটি অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশার যাত্রী ইমরুল কাউসার খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় অটোরিকশার চালককে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা।

ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর কুশুরা জোনাল অফিসের অ্যাসিসট্যান্ট জেনারেল অফিসার সিজান আহমেদ বলেন, আজ ওই এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থানান্তরের কাজ করছিলো একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দুর্ঘটনাবশত বৈদ্যুতিক খুঁটি অটোরিকশার ওপর পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে কথা হয়েছে। আমরা বিষয়টি দেখছি।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়