শিরোনাম
◈ ক্রিকবাজের দাবি: আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি ◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত ◈ ঢাকা-১৭ এ তারেক রহমানের প্রার্থিতা: ভোটের মাঠে নতুন হিসাব ◈ পুশইন, হাদি হত্যা ও ভিসা সংকটে টানাপোড়েন: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াল ◈ কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা (ভিডিও) ◈ ভারতে বসে হাদি হত্যার নির্দেশ: অভিযোগপত্রে উঠে এলো কার কী ভূমিকা ◈ আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ◈ ভারত বা‌দে যেখানেই খেলা হোক, প্রস্তুত বাংলাদেশ দল ◈ পোস্টাল ব্যালটে ১৫ লাখ ভোটার, বদলে যেতে পারে নির্বাচনের সমীকরণ ◈ বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ১২:৫৯ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ১২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক: মানিকগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. আমিরুল ইসলাম মট্টু ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ইকবাল খান গ্রেফতার হয়েছেন। ২০০৭ সালে দুর্নীতিদমন কমিশনের দায়ের করা মানিকগঞ্জ সদর থানায় দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা তৎসহ দণ্ডবিধি ১০৯ ধারার দুটি পৃথক দুটি মামলায় গ্রেফতার হন মো. আমিরুল ইসলাম। যুগান্তর

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকবর আলী খান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মানিকগঞ্জ পৌরসভার একটি ঠিকাদার কাজে মাটি ভরাটের কাজ করেছিলেন মহুয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমিরুল ইসলঅম মট্ঠু। ওই মাটি ভরাটে অতিরিক্ত বিলসহ অনিয়মের অভিযোগে দুর্নীতির দমন কমিশন তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে।

দুর্নীতি প্রতিরোধ আইনের৫(২) ধারা তৎসহ দণ্ডবিধি ১০৯ ধারার দুটি পৃথক দুটি মামলায় মানিকগঞ্জ বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে বিচারাধীন রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকবর আলী খান জানান, কোর্ট থেকে আমিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গত ৬ ডিসেম্বর তাকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

এদিকে একই সংস্থার দায়ের করা মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ইকবাল খানও গ্রেফতার হয়েছেন।

প্রতিটি মামলায় প্রধান আসামি হিসেবে আছেন বর্তমান মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী। তিনি জামিনে আছেন। এছাড়া মামলাগুলোর কাযক্রম উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ রয়েছে।

এদিকে মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম জানান, আমিরুল ইসলাম মট্ঠু জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়