শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৮:২৯ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জের সকল জনতাই আমার শক্তির উৎস: আইভী

মোশতাক আহমেদ: [২] নারায়ণগঞ্জের সকল জনতাই আমার সকল শক্তির উৎস। তারা সব সময় আমার পাশেই ছিলেন বলে বিভিন্ন সময় বিভন্ন পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করি নাই। কারণ সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীরা সব সময় পাশে ছিলো। তারা আমাকে বিভিন্ন ভাবে উৎসাহ উদ্দিপনা দিয়েছেই বলেই আজকে আমি (আইভী) এখানে। আর এই হৃদয়ের স্পদন আওয়াজ বুঝতে পেরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ সিটি বাসীকে নৌকা উপহার দিয়েছেন।

[৩] নৌকার মনোনয়ন পাওয়ার পর শনিবার (৪ ডিসেম্বর) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জনানোর পর দলীয় কার্যালয়  এসব কথা বলেন মেয়র আইভী।

[৪] এসময় নিবাচর্নী প্রচারণার বিষয় নিয়ে তিনি আরও বলেন, কয়েক দিনের মধ্যেই আমরা জানাবো পার্টি অফিসে সকলে বসবো। আনুষ্ঠানিকভাবে নমিনেশন জমা দিয়ে কাজ শুরু করবো। আপনারা জানেন একই দলের মধ্যে থেকে আমরা কয়েকজন নমিনেশন জমা দিয়ে নৌকা চেয়েছিলাম আমি পেয়েছি তারা পায় নাই। আমি (আইভী) মনে করি তাদের সেই যোগ্যতা সবকিছু আছে কিন্তু একজনকে দিতে হয় বলেই একজনকে দেয়া তাই আহ্বান জানাবো নারায়ণগঞ্জ নৌকার স্বার্থে, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা স্বার্থে আমরা সকলেই মিলেই কাজ করবো।

[৫] সকল ভেদাবেদ ভুলে নেত্রীর পাশে দাড়ানো মানেই নৌকার পাশে দাড়ানো, নৌকার পাশে দাড়ানো মানেই আমাকে জয় যুক্ত করা এই আহ্বান সকলের কাছে রাখছি।

[৬] সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের কাছে আমার অনুরোধ অতীতে যেভাবে আমার পাশে দাড়িয়ে ছিলেন এবারও আমার পাশে থাকবেন। আমাকে ভোট দিবেন নৌকাকে জয় যুক্ত করবেন। নৌকার মার্কা জনতার মার্কা, জনতার মার্কাকে জয়যুক্ত করবেন।

[৭] এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বন ও পরিবেশ বিয়ষক সম্পাদক রানু খন্দকার, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়