শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ০৯:৪১ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ০৯:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ের মাটি চাপা পড়ে শিশুর মৃত্যু

কল্যাণ বড়ুয়া: [২] চট্টগ্রামের বাঁশখালী সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল পাইরাং চুম্মার পাড়া এলাকায় পাহাড়ি কাটা মাটির অংশ বিশেষ ধসে চাপা পড়ে মোহাম্মদ সাইমন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

[৩] শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে এ মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত শিশু মোহাম্মদ সাইমন স্থানীয় দিনমজুর রশিদ আহমদের দুই কন্যা ও সবার ছোট একমাত্র ছেলে ছিল সাইমন । শুক্রবার সন্ধ্যা ৭টায় এ রির্পোট লেখা পর্যন্ত পোষ্ট মার্ডাম ছাড়া লাশ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে মোহাম্মদ সাইমন এর লাশ বাঁশখালী হাসপাতাল মর্গে ছিল ।

[৪] স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল পাইরাং চুম্মার পাড়ার পাহাড়ি এলাকায় পাহাড়ের কিনারে আটচালা করে বসতি স্থাপন করে বসবাস করে আসছিল রশিদ আহমদ। পার্শ্ববর্তী পাহাড়ের নিচের অংশে মাটি কেটে ফেলার ফলে পাহাড়ের উপরের অংশে মাটির স্তুপ বাঁশঝাড়ের সাথে দীর্ঘদিন ধরে আটকে ছিল। পাহাড়ের কিনারে খেলার সময় হঠাৎ করে উপড়ে আটকে থাকা মাটির স্তুপ ধসে পড়ে তাকে চাপা দেয়। মাটি ধসের শব্দ শুনে মা ও প্রতিবেশিরা এগিয়ে এসে উদ্ধার করে।

[৫] তাকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রিতমা হায়দার শিশুটি মৃত্যু নিশ্চিত করেন। ডাক্তার জানান দুর্ঘটনার পরপরই শিশুর মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাত রয়েছে। নাকমুখে রক্ত বেরিয়ে পড়েছে। বাঁশখালী থানা পুলিশের এসআই মো: মাসুদ বলেন, মাটি চাপা পড়ে শিশুর মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে পোষ্ট মার্ডাম ছাড়া লাশ দাফনের জন্য আবেদনের প্রেক্ষিতে উর্ধতন কর্মকর্তাদের দিক নির্দেশনা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়