শিরোনাম
◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়?

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২১, ০১:৪৮ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২১, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমিক্রনের কথা বলা হয় ১৯৬৩ সালে!

নিউজ ডেস্ক: বিশ্বের দেশে দেশে টিকাকরণের হার বেড়ে যাওয়ায় পর করোনার প্রকোপ কিছুটা কমেছিল। কিন্তু হঠাৎই ভাইরাসটির নতুন ধরন (ভ্যারিয়েন্ট) ওমিক্রন ছড়িয়ে পড়ায় আতঙ্ক বাড়ছে। দক্ষিণ আফ্রিকা থেকে করোনার এই ধরনটি ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, ওমিক্রনের কথা বলা হয়েছিল ১৯৬৩ সালেই! এ নিয়ে নির্মাণ করা হয়েছিল সিনেমা।

গেল ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার ওমিক্রন ধরনটি ধরা পড়েছে। আফ্রিকার বিভিন্ন দেশে ভাইরাসটির প্রকোপ মারাত্মক রূপ নিয়েছে। এ আতঙ্কের মধ্যেই ১৯৬৩ সালে ‘ওমিক্রন’ শিরোনামের সিনেমাটির পোস্টারটি মঙ্গলবার (৩০ নভেম্বর) সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ভারতের অন্যতম একজন বড় ব্যবসায়ী।

টুইটে আনন্দ মাহিন্দ্র লিখেছেন, তার এক বন্ধু এই পোস্টারটি শেয়ার করে জানিয়েছেন ‘ওমিক্রন’ শিরোনামের সিনেমার স্ক্রিপ্ট লেখার জন্য কেউ তাকে কীভাবে আঘাত করেছে।

যদিও, কোভিড-১৯ পরিস্থির সঙ্গে ইতালিয়ান সিনেমাটির খুব একটা মিল নেই। সিনেমাটিতে মূলত একটি এলিয়েন একজন মানুষের মধ্যে প্রবেশ করে পৃথিবীর দখল নিতে চেষ্টা করে।

আগের একটি টুইটে মাহিন্দ্র লিখেছিলেন যে তিনি আশা করেছিলেন, ভবিষ্যতে কোনো এক সময়ে একটি থ্রিলার সিনেমা তৈরি করা হবে। সেই সিনেমায় কোভিড ভেরিয়েন্টগুলো অন্ধকারের শক্তি। আর ওমিক্রন নামক একজন ‘অ্যাভেঞ্জার’ নায়ক আক্রমণ করবে। সে দুষ্ট ভ্যারিয়েন্টগুলোকে একটি বিনয়ী ফ্লুতে পরিবর্তন করতে বাধ্য করবে।

এদিকে, আফ্রিকা ও ইউরোপের যেসব দেশে করোনাভাইরাসের নতুন ধরন (ভ্যারিয়েন্ট) ওমিক্রন ছড়িয়ে পড়েছে সেসব দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের আপাতত দেশে না ফেরার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। - সময় অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়