শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২১, ০১:৫৩ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২১, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিরাপদ সড়কের দাবিতে রামপুরা ও মতিঝিলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ (ভিডিও)

সুজন কৈরী ও মহসীন কবির: [২] শিক্ষার্থীদের জন্য বাসভাড়া অর্ধেক করার পরও সড়ক না ছেড়ে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরাসহ বিভিন্ন স্থানে আবারও অবস্থান নিয়েছেন তারা। মঙ্গলবারের মতো বুধবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন ছাত্ররা।

[৩] তারা জানান, নিরাপদ সড়কের দাবিতে মঙ্গলবার তারা রাস্তা অবরোধ কর্মসুচি পালন করেছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবারও নেমেছেন। এতে অংশ নেন আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছে, তাদের নয়টি দাবির মধ্যে এখনো প্রায় আটটি দাবিই মানা হয়নি। এ কারণে আজও তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

  

[৪] এ সময় শিক্ষার্থীরাদের বিভিন্ন গণপরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে তা আটকে দিতে দেখা যায়। এতে রামপুরা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

[৫] আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নিরাপদ সড়কের দাবিতে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত আমরা অবরোধ কর্মসূচি পালন করছি। মঙ্গলবারই আমাদের ঘোষণা ছিল যে বুধবার বেলা ১১টা থেকে একই দাবিতে আন্দোলনে নামবো। পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজ আন্দোলনে নেমেছি। শিক্ষার্থীদের জন্য যতক্ষণ পর্যন্ত সড়ক নিরাপদ হবে না এ আন্দোলন আমরা চালিয়ে যাবো।

[৬] রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিল তারা আজকেও নামবে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশের যথেষ্ট উপস্থিতি রয়েছে।

[video width="640" height="368" mp4="https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/12/video-1638343780.mp4"][/video]

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়