শিরোনাম
◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী ◈ তিন দেশের সমন্বয়ে গড়ে উঠছে নতুন ‘ইসলামিক ন্যাটো’ ◈ সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ◈ নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ ◈ বাংলাদেশ লাগোয়া পুরানো ৫ বিমানঘাঁটি সক্রিয় করছে ভারত

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২১, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ফিরেই নারী দলের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

রাহুল রাজ: [২] প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। জিম্বাবুয়েতে মাঝপথে বন্ধ হওয়া বিশ্বকাপ বাছাই বাতিল ঘোষণায় র‌্যাঙ্কিং অনুযায়ী নিগার সুলতানার দলের সঙ্গে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পায়।

[৩] গত শনিবার প্রতিযোগিতা বাতিলের কারণে জিম্বাবুয়ের সঙ্গে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। নিগারের দল বাংলাদেশে ফিরছে বুধবার (১ ডিসেম্বর)। দেশে ফিরেই পুরো দলকে যেতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে।

[৪] আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় পূর্বসতর্কতা হিসেবে এই পদক্ষেপ নিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তারা মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানায়, বুধবার সকাল পৌনে ৯টায় দেশের মাটিতে পা রাখবেন সালমা-জাহানারারা। কিন্তু দারুণ সাফল্যের পরও উষ্ণ অভ্যর্থনা মিলছে না তাদের।

[৫] কারণ বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যেতে হবে নারী দলকে। এমনকি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মতামত জানতে কোনো গণমাধ্যমকেও প্রবেশ করতে দেওয়া হবে না।

[৬] সূচি অনুযায়ী ২০২২ সালের ৪ মার্চে নিউজিল্যান্ডে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ৩ এপ্রিল ক্রাইস্টচার্চে হবে ফাইনাল।

[৭] জিম্বাবুয়েতে বাতিল হওয়া বিশ্বকাপ বাছাইপর্বের ‘বি’ গ্রুপে বাংলাদেশ তিন ম্যাচে মাঠে নেমে দুটিতে জয় পায়। প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে তারা হারায় ৩ উইকেটে। এরপর যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে ২৭০ রানের বিশাল ব্যবধানে জয় পায়। ওই ম্যাচে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০ ওভারের ফরম্যাটে সেঞ্চুরি করেন শারমিন আক্তার সুপ্তা (লিস্ট ‘এ’ সেঞ্চুরি)। অবশ্য তৃতীয় ম্যাচে থাইল্যান্ডের কাছে বৃষ্টি আইনে বাংলাদেশ হার মানে ১৬ রানে।- বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়