শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২১, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ফিরেই নারী দলের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

রাহুল রাজ: [২] প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। জিম্বাবুয়েতে মাঝপথে বন্ধ হওয়া বিশ্বকাপ বাছাই বাতিল ঘোষণায় র‌্যাঙ্কিং অনুযায়ী নিগার সুলতানার দলের সঙ্গে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পায়।

[৩] গত শনিবার প্রতিযোগিতা বাতিলের কারণে জিম্বাবুয়ের সঙ্গে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। নিগারের দল বাংলাদেশে ফিরছে বুধবার (১ ডিসেম্বর)। দেশে ফিরেই পুরো দলকে যেতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে।

[৪] আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় পূর্বসতর্কতা হিসেবে এই পদক্ষেপ নিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তারা মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানায়, বুধবার সকাল পৌনে ৯টায় দেশের মাটিতে পা রাখবেন সালমা-জাহানারারা। কিন্তু দারুণ সাফল্যের পরও উষ্ণ অভ্যর্থনা মিলছে না তাদের।

[৫] কারণ বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যেতে হবে নারী দলকে। এমনকি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মতামত জানতে কোনো গণমাধ্যমকেও প্রবেশ করতে দেওয়া হবে না।

[৬] সূচি অনুযায়ী ২০২২ সালের ৪ মার্চে নিউজিল্যান্ডে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ৩ এপ্রিল ক্রাইস্টচার্চে হবে ফাইনাল।

[৭] জিম্বাবুয়েতে বাতিল হওয়া বিশ্বকাপ বাছাইপর্বের ‘বি’ গ্রুপে বাংলাদেশ তিন ম্যাচে মাঠে নেমে দুটিতে জয় পায়। প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে তারা হারায় ৩ উইকেটে। এরপর যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে ২৭০ রানের বিশাল ব্যবধানে জয় পায়। ওই ম্যাচে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০ ওভারের ফরম্যাটে সেঞ্চুরি করেন শারমিন আক্তার সুপ্তা (লিস্ট ‘এ’ সেঞ্চুরি)। অবশ্য তৃতীয় ম্যাচে থাইল্যান্ডের কাছে বৃষ্টি আইনে বাংলাদেশ হার মানে ১৬ রানে।- বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়