শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১, ০৭:৫২ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২১, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসামের সাংবাদিক নব ঠাকুরীয়া পেলেন 'প্ৰেস এমব্লেম কেম্পেইন' পুরষ্কার

মাছুম বিল্লাহ :আন্তৰ্জাতিক সংবাদ-কৰ্মী সুরক্ষা সংস্থা 'প্ৰেস এমব্লেম কেম্পেইন' (পিইসি)এর বাৰ্ষিক পুরস্কারে সন্মানিত হয়েছেন অসমের জ্যেষ্ঠ সাংবাদিক নব ঠাকুরীয়া । ভারতসহ দক্ষিণ-পূৰ্ব এশিয়ার কৰ্মরত সাংবাদিকগণের অধিকার , সুরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্ৰে তাঁর বিশিষ্ট অবদানের জন্যই জেনেভাস্থিত 'পিইসি' এই বছর ঠাকুরীয়াকে এই পুরস্কার দিয়ে সন্মানিত করেছে ।

উল্লেখ্য যে ঠাকুরীয়া এই পুরস্কার লাভ করা ভারতের প্ৰথম সাংবাদিক । করোনা-কালের বাধা-নিষেধের ফলে ঠাকুরীয়া সুইজারল্যাণ্ডে উপস্থিত হ'তে না পারার জন্য তাঁকে ভারচুয়েলি এই পুরস্কার প্ৰদান করা হয় । এমনকি দ্ৰুত কভিড সংক্ৰমণের প্ৰতি লক্ষ্য রেখে জেনেভা প্ৰেস ক্লাবে আয়োজন করা স্থানীয় সাংবাদিকদের সাথে ঠাকুরীয়ার বাৰ্তালাপ অনুষ্ঠানো বাতিল করা হয় ।

"এই বছর প্ৰথমবারের জন্য 'পিইসি' বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতের একজন পেশাদারী সাংবাদিককে এই পুরস্কারের জন্য নিৰ্বাচিত করেছে । বৃহত্তম গণরাজ্যরোপে পরিচিত ভারতে এক শক্তিশালী গণমাধ্যমো বিদ্যমান । এই দেশে গত বছর ১৫জন সংবাদকৰ্মীর হত্যার ঘটনার খবর জানা গিয়েছে । সেইসঙ্গে বিভিন্ন সময়ে সাংবাদিকৰা শারীরিক-মানসিক নিৰ্যাতনেরো বলি হয়েছেন ," এই মন্তব্য আন্তৰ্জাতিক সংস্থাটির সম্পাদক-প্ৰধান ব্লেইজ ল্যাম্পনের ।

এই বছর এখন পৰ্যন্ত ভারতে ৬জন সাংবাদিকের হত্যার তথ্য প্ৰকাশ পেয়েছে । তাছাড়াও ২০২০ এর মাৰ্চ থেকে করোনা ভাইরাসের শিকার হয়ে মৃত্যু বরণ করেছেন প্ৰায় ৩০০ সাংবাদিক । ঠাকুরীয়া নিজের দেশের সাথে প্ৰতিবেশী রাষ্ট্ৰ ব্ৰহ্মদেশের সাংবাদিকদের প্ৰতি হওয়া নিৰ্যাতনের তথ্যও সংগ্ৰহ করেছেন । গত ১ ফেব্ৰুয়ারী থেকে সেখানে আরম্ভ হওয়া সামরিক শাসন-কালে প্ৰায় ১২০জন সাংবাদিককে আটক করা হয়েছে।

অসম অভিযান্ত্ৰিক মহাবিদ্যালয়ের স্নাতক ঠাকুরীয়া বিশ্বেৰ বিভিন্ন প্ৰান্তের সংবাদ মাধ্যমে নিজের অঞ্চলের খবর ও প্ৰবন্ধ প্ৰকাশ করে এসেছেন । পিইসি(www.pressemblem.ch)ৰ এই সন্মান দক্ষিণ ও দক্ষিণ-পূৰ্ব এশিয়ার সাংবাদিকগণের প্ৰত্যাহ্বানের প্ৰসংগ আন্তৰ্জাতিক প্ৰেক্ষাপটে উপস্থাপিত করাবে ব'লে ঠাকুরীয়া আশা প্ৰকাশ করেন ।

এই অগ্ৰণী সংস্থা ২০২০ সনে মেক্সিকোর সাংবাদিক কারমেন এরিষ্টোগুইকে এই পুরস্কারের দ্বারা সন্মানিত করেছিলেন । তার পূৰ্বে এই সন্মান প্ৰদান করা হয়েছিল আফগানিস্তান, মাল্টা , তুরস্ক , রাশিয়া, সিরিয়া, ইউক্ৰেন, সুইজারল্যাণ্ড , গুয়াটেমালা , টিউনিসিয়া , ইজিপ্ট, ফিলিপাইনস প্ৰভৃতি দেশের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়