স্পোটর্স ডেস্ক: [২] স্ট্যামফোর্ড ব্রিজে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। দু দলেই আছে ইনজুরি সমস্যা।
[৩] চলতি মৌসুমে ১২ খেলায় ২৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ব্লুজরা। ইনজুরির কারণে খেলতে পারবেন না বেন চিলওয়েল।চেলসি একাদশে ফিরতে পারেন এনগোলো কান্তে। স্কাই স্পোটর্স
[৪] নিষেধাজ্ঞা থাকায় ম্যানচেস্টার ইউনাইটেড একাদশে থাকবেন না নিয়মিত অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার। সাথে মাঠে ফেরা নিশ্চিত নয় লুকা শ এর। গোল ডটকম
[৫] গত মৌসুমে প্রিমিয়ার লিগে দু দলের দুটি ম্যাচই গোল শূণ্য ড্র হয়েছিল।
[৬] প্রিমিয়ার লিগে শেষ ৫ খেলার ৪টি হেরে ১২ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নেমে এসেছে রেড ডেবিলরা।