মাকসুদ রহমান: [২] সন্তান লাভের পর অভিনন্দন পাচ্ছেন সুসেই এবং টনি দম্পত্তি। বিয়ের ১৩ বছর পর প্রথম সন্তান লাভ করেছেন তারা। সুসেই এর বয়স ৫০ এবং তার স্বামীর বয়স ৬১ বছর। এবিসি নিউজ
[৩] চলতি বছরের ২৯ সেপ্টেম্বর জন্ম নেয়া তাদের কন্যার নাম রাখা হয়েছে লিলি এন্তোনিয়া ট্রোজলার। সুসেই পেশায় একজন মনোবিজ্ঞানী।
[৪] সুসেই বলেছেন, সত্যি সত্যিই আমি আমার কণ্যাকে ৫০ বছর বয়সে বরণ করেছি।
[৫] সুসেই আরো জানান, তারা বাচ্চার জন্য সম্ভাব্য সব কয়টি পন্থায় চেষ্টার পর তিনি সফল হয়েছে। সম্পাদনা: রাশিদ